বাংলা হান্ট ডেস্কঃ রাজনীতির সঙ্গে ক্রিকেট দুনিয়ার সংযোগ নতুন কিছু নয়। একাধিক ক্রিকেটার রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন। এবার যেমন এক তৃণমূল (Trinamool Congress) নেত্রীর সঙ্গে ডিনারে দেখা গেল ঋষভ পন্থকে (Rishabh Pant)। সাধন পাণ্ডের কন্যা তথা তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের (Shrreya Pandel) সঙ্গে নৈশভোজ সারলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক। শেয়ার করা মাত্রই হু হু করে ভাইরাল সেই ছবি!
ঋষভের সঙ্গে দু’টি ছবি শেয়ার করেছেন শ্রেয়া (Shrreya Pande)!
রবিবার রাতে নিজের সমাজমাধ্যমে দু’টি ছবি শেয়ার করেন সাধন পাণ্ডের কন্যা। দু’টি সেলফিই তুলেছেন ঋষভ। শ্রেয়ার পরনে কালো রঙের ড্রেস, অন্যদিকে লখনউ অধিনায়ক পরেছেন আকাশি নীল রঙের সিল্কের শার্ট। ক্যাপশনে লেখা, ‘যখন ডিনারের সময় ঋষভ পন্থ সেলফি তোলে। দু’জন আমিষাশী মানুষ নিরামিষ খাবারে মজেছে’।
শেয়ার করা মাত্রই হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে ঋষভ-শ্রেয়ার এই ছবি। কারোর প্রশ্ন, ‘কোনও ভালো খবর আসবে কি?’ কেউ আবার উর্বশী রাওতেলার প্রসঙ্গ টেনে এনেছেন।
আরও পড়ুনঃ যোগ্যদের পাশে রাজ্য! সরকারের হয়ে লড়বেন কোন কোন আইনজীবী? ৫ জনের নাম ঘোষণা মমতার
উল্লেখ্য, এমনিতেই এদেশে ক্রিকেটারদের জনপ্রিয়তা ব্যাপক। ঋষভের পিছনেও মেয়েদের লম্বা লাইন রয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বলিউডের নামকরা অভিনেত্রী উর্বশী রাওতেলারও! যদিও বহু বছর আগেই এই ক্রিকেটার নিজের প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। ঈশা নেগি নামের এক ইন্টিরিয়র ডিজাইনার তথা উদ্যোগপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তা সত্ত্বেও শ্রেয়ার সঙ্গে তাঁর ডিনারের ছবি দেখে ‘অন্য গল্প’ খুঁজছেন নেটাগরিকরা।
এদিকে শ্রেয়ার (Shrreya Pande) কথা বলা হলে, একদা বিনোদন জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। বর্তমানে রাজনীতির দুনিয়ার মানুষ। বাবার মতোই জনসেবায় মন দিয়েছেন সাধন-কন্যা। বিগত কয়েক বছরে তৃণমূল নেত্রী হিসেবে শ্রেয়ার জনপ্রিয়তাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবার তাঁর ও ঋষভের ডিনারের ছবি সামনে আসতেই চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।