অডিশন দিয়েও কাজ পাচ্ছেন না, মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়ের ইচ্ছা শ্রুতির

বাংলাহান্ট ডেস্ক: তিনি মুখ খুললেই খবর। অভিনয়ে না থেকেও সংবাদ শিরোনামে থাকেন শ্রুতি দাস (Shruti Das)। পরপর দুটি চ‍্যানেলের দুটি সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ত্রিনয়নীর পর দেশের মাটি, দুটি সিরিয়ালে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তবুও ইন্ডাস্ট্রি থেকে ডাক পান না শ্রুতি।

অবশ‍্য তাঁর অভিনীত চরিত্র, সিরিয়ালের বেশ চাহিদা। শ্রুতির প্রথম কাজ জি বাংলার ‘ত্রিনয়নী’ তামিল ভাষায় রিমেক করা হচ্ছে। এত বছর পর তাঁর সিরিয়াল যোগ‍্য সম্মান পাচ্ছে। নিজে কাজ না পেলেও এতে খুশি অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, সবার কাছেই প্রথম কাজ স্পেশ‍্যাল হয়। তিনিও ব‍্যতিক্রম নন। এত বছর পর এতগুলো ভাষায় রিমেক হচ্ছে দেখে তিনি খুব খুশি।

IMG 20220702 183937
ত্রিনয়নী চরিত্রটিকে তিনিই প্রথম জীবন্ত করে তুলেছিলেন। এটা ভেবেই একটা আলাদা ভাললাগা কাজ করছে। শ্রুতির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ত্রিনয়নীর যদি সিক‍্যুয়েল আসে তাহলে আবার ফিরবেন মুখ‍্য চরিত্রে? এক মুহূর্ত না ভেবে অভিনেত্রী উত্তর দেন, অনেকেই তাঁর কাছে আর্জি জানান ত্রিনয়নী ২ দেখার জন‍্য। তাই সুযোগ পেলে নিশ্চয়ই আবারো কামব‍্যাক করবেন তিনিও।

কিছুদিন আগেই শ্রুতি জানিয়েছিলেন, অনেকদিন হয়ে গেল তিনি ভাল কাজ পাচ্ছেন না। তাঁকে বলা হয়েছে, তাঁর জায়গায় নাকি অন‍্য অভিনেত্রী কাজ করছেন। তিনি নাকি গিন্নি বান্নি। ১৪-১৫ বছর বয়সের মেয়েদের নায়িকা করা হচ্ছে। কিন্তু বিনা চেষ্টায় জায়গা ছাড়তে রাজি নন শ্রুতি। তাঁর থেকে ঢের বড় অভিনেত্রীরা দিব‍্যি নায়িকা হচ্ছেন। তবে তিনি হতে পারবেন না কেন?

এমনকি খল চরিত্রে অভিনয়ের জন‍্যও অডিশন দিয়েছিলেন। কিন্তু নির্বাচিত হননি। তবে শ্রুতির একটি ড্রিম প্রোজেক্ট রয়েছে। যদি কোনোদিন মহানায়িকা সুচিত্রা সেনের বায়োপিক হয় তাহলে তিনি মহানায়িকার ভূমিকায় অভিনয় করতে চান। সেটাই তাঁর স্বপ্ন।


Niranjana Nag

সম্পর্কিত খবর