বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) নেপালকে হারিয়ে এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ের যোগ্যতা অর্জন করেছে। এই রাউন্ডে তারা পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে। দলের বেশ কয়েকটি জায়গা নিয়ে এখনো অস্বস্তি রয়েছে সমর্থকদের মনে। অধিনায়ক রোহিত শর্মা সেই ব্যাপারগুলি স্বীকারও করে নিয়েছেন। আশা করা যায় আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে সেই ভুলত্রুটিগুলো সামলে উঠবে ভারতীয় দল।
ভরসার জায়গা:
নেপালের বিরুদ্ধে ভারতের বোলিং এবং ফিল্ডিং একেবারেই সাধারণ মানের হয়েছে। অত্যন্ত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও ভারতকে ওই দুটি ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে দেখায়নি। তবে নেপালের দেওয়া ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেট হইয়াই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। ব্যাটিংটা নিয়ে চিন্তা দূর হয়েছে এমনটা বলা না গেলেও নেপাল ম্যাচে ওই একটা জায়গা নিয়েই আশার আলো দেখা গিয়েছে।
গর্জেছে গিলের ব্যাট:
শুভমান গিল গত কয়েক মাসে খুব একটা ভালো ছন্দে ছিলেন না। আইপিএল শেষ হবার পর থেকেই তাকে তার পরিচিত ছন্দে দেখা যায়নি। তবে ওয়েস্টার্নের সফরে শেষ ওডিআই ম্যাচ এবং আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে তার ব্যাট কথা বলেছে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন তিনি দীর্ঘক্ষণ ক্রিজে থেকে সেট হয়ে যাওয়ার পরেও।
গিলের রেকর্ড:
নেপালের বিরুদ্ধে ম্যাচে নিজের ওডিআই কেরিয়ারে ১৫০০ রানের গণ্ডি অতিক্রম করেছেন এই তরুণ পাঞ্জাবি ওপেনার। তার সাম্প্রতিক খারাপ ফর্ম দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েছিলেন। তাদেরকে কিছুটা স্বস্তি দিয়েছেন তিনি। মাত্র ২৯ টি ম্যাচ খেলে ৬২.৫০ গড়ে এই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: মালামাল হয়ে যাবে BCCI! ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ছাড়ালো ৫০ লাখ টাকার গণ্ডি
আসল পরীক্ষা:
তবে নেপালের বিরুদ্ধে ভালো ছন্দে ব্যাটিং করলেও তার আসল পরীক্ষা হবে যখন তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন। নেপাল ম্যাচে অর্জিত আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ওই প্রতিপক্ষদের বিরুদ্ধে যদি তিনি বড় রানের ইনিংস খেলতে পারেন তাহলে বলা যাবে যে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ব্যাটিং প্রস্তুত রয়েছে।