বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ফের দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন। তিনি ১২৯ বলে ১০০ রান পূর্ণ করেন। এই ইনিংসে ১৬২ বলে ১৬১ রান করেন তিনি। গিল তাঁর এই ইনিংস সাজিয়েছেন ১৩ টি চার ও ৮ টি ছক্কা দিয়ে। এর আগে, ভারতের এই তারকা ব্যাটার প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এর ফলে শুভমান গিল বিশ্বের নবম ব্যাটার হিসেবে এক ম্যাচে দ্বিশতরান এবং একটি শতরান করলেন। সুনীল গাভাস্কারের পর তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি এই কীর্তি গড়েন। এটি শুভমান গিলের টেস্ট কেরিয়ারের অষ্টম শতরান হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতিহাস গড়লেন শুভমান গিল (Shubman Gill):
৫৪ বছর পর গিল এই কৃতিত্ব অর্জন করলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার একটি টেস্টে সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন। প্রথম ইনিংসে তিনি ১২৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ২২০ রান করেন। ৫৪ বছর পর প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক ম্যাচে দ্বিশতরান এবং একটি শতরান করেন শুভমান গিল। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০০ রান করেন শুভমান গিল।
এক টেস্টে সর্বাধিক রান করা ভারতীয় খেলোয়াড়: আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, শুভমন গিল (Shubman Gill) একটি টেস্ট ম্যাচে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার হিসেবেও বিবেচিত হয়েছেন। তিনি সুনীল গাভাস্করের রেকর্ড ভেঙেছেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচে সুনীল গাভাস্কর ৩৪৪ রান করেছিলেন। এই টেস্ট ম্যাচে শুভমান গিল ৪৩০ রান করেছেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিএস লক্ষ্মণ ৩৪০ রান করেছিলেন। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলি করেছিলেন ৩৩০ রান।
আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার কমবে মুদ্রাস্ফীতি, স্বস্তি পাবে আমজনতা, চলে এল বড় আপডেট
এর আগে, গিল (Shubman Gill) ইংল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারীও হয়েছিলেন। এক্ষেত্রেও তিনি সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গেছেন। যিনি ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন। লিডসে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে ১৪৭ রান করা গিল, জশ টংয়ের বলে ডিপ ফাইন লেগে সিঙ্গেল মেরে ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ফরম্যাটে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: ভারত-আমেরিকার ট্রেড ডিলে কীভাবে প্রভাবিত হবে শেয়ার বাজার? কোন স্টকে রাখবেন নজর? জানুন বিস্তারিত
এদিকে, ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা অধিনায়কদের তালিকায় তিনি (Shubman Gill) এমএকে পতৌদি থেকে শুরু করে সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনির সাথে যোগ দেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের হয়ে অধিনায়ক হিসেবে ৭ টি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির কাছে।