বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে রয়েছে। বিশেষ করে ভারতের প্রত্যেক ব্যাটার কোনও না কোনও ম্যাচ বড় রান পেয়েছেন। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে সৌরভের টিম ইন্ডিয়া যেমন অনেকটাই সচিনের (Sachin Tendulkar) ওপর নির্ভরশীল ছিল, এবার ঠিক তেমনটা নয়। বরং ২০১১ সালের মতোই প্রতিদিনই কোনও না কোনও নতুন তারকা ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন উপযোগী ইনিংস খেলে। এই একই কাজ করতে পেরেছেন শুভমান গিলও (Shubman Gill)।
ভারতীয় তরুণ তারকা ডেঙ্গুর সংক্রমণের কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি। তারপর সুস্থ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেছিলেন বটে এবং শুরুটাও ভালোই করেছিলাম। কিন্তু ১৬ রান করে তারপর আফ্রিদির শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল তাকে।
তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আর কোন ভুল করেননি গিল। শুরুতে ধীরে-সুস্থে ব্যাটিং এবং পরে আচমকা গিয়ার চেঞ্জ করে তিনি ৫২ বলে নিজের হাফ-সেঞ্চুরি সম্পূর্ণ করেন। এবার তার সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে থাকছে একটি বড় দায়িত্ব। শুভমান নিজের সেরা ছন্দে ব্যাটিং করুক এটা রোহিত শর্মাও চাইবেন।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই চরম বিপদে রোহিত! বাজেয়াপ্ত হয়ে যেতে চলেছে তার দুটি সম্পত্তি
মুখোমুখি সাক্ষাতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে নিউজিল্যান্ড বেশ কিছুটা এগিয়ে রয়েছে। ২০০৩ সালে সচিনের হাফ-সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপের শেষবার কিউয়িদের হারাতে পেরেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপের মঞ্চে। তারপর ২০১৯ সালে আবার দুই দলের দেখা হয়ে নকআউট পর্যায়ে এবং সেই ম্যাচটি জিতে ফাইনালে পৌঁছে ছিল নিউজিল্যান্ড। ধর্মশালায় আয়োজিত হতে চলা ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে কে ফেভারিট সেটা বলা শক্ত।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক দুই ক্রিকেটার কে? কোহলি বা রোহিত নেই তালিকায়
দুই দলই চলতি টুর্নামেন্টে পরপর চার ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশ্বকাপে অবশ্য মুখোমুখি সাক্ষাতে ৯ বারের মধ্যে ৫ বার জয় পেয়েছে কিউয়িরা। কিন্তু হোম কন্ডিশনে খেলা হওয়ায় ভারত হয়তো এগিয়েই থাকবে কিছুটা। শুভমান গিলের ওপর বড় দায়িত্ব থাকবে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে তার ব্যাটিং দেখে গ্যালারিতে উচ্ছসিত হয়ে উঠেছিলেন ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম নায়ক সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একইভাবে পারফরমেন্স করে আবার সারার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে গিলকে।