নিন্দুকদের যোগ্য জবাব, আগ্রাসী ব্যাটিং করে ODI-তে নিজের দ্বিতীয় শতরান পেলেন শুভমান গিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওডিআই সিরিজের শুরুতে যখন রোহিত শর্মা বলেছিলেন যে ঈশান কিষান নন, শুভমান গিল-ই শ্রীলঙ্কা সিরিজে তার ওপেনিং পার্টনার হতে চলেছেন, তখন অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল। তাদের সেই বক্তব্যগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতোও ছিল না। একজন ওপেনার যদি নিজের শেষ ওডিআই ম্যাচে দ্বিশতরান করার পরও প্রথম একাদশে সুযোগ না পান তাহলে সেই নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

এর ফলে সে দেশের শুরু থেকেই অত্যন্ত বেশি চাপ ছিল শুভমান গিলের কাঁধে। কিন্তু সেই চাপ সামলে প্রথম ম্যাচেই রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে বড় রান করতে সাহায্য করেছিলেন পাঞ্জাবের ওপেনার। প্রথম ম্যাচে আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ৭০ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন তিনি। যদিও সেদিন ভালো শুরু করেও শতরানা হাতছাড়া করেছিলেন। সেই আফসোস তিনি মিটিয়ে নিলেন তৃতীয় ম্যাচে।

আজ তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরানটি করলেন শুভমান গিল। রোহিত শর্মার সঙ্গে প্রথমে ৯৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। তারপর ভারতীয় অধিনায়ক ৪৯ বলে ৪২ রান করে আউট হলেও গিলের ব্যাট থামেনি।

gill rohit

আগাগোড়া আগ্রাসী ব্যাটিং করে ৯৭ বলে ১৪টি চার ও ২টি ছক্কা সহ ১১৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। অনেকেই সীমিত ওভারের ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতেন কিছু সময় আগে। নিজেরা সেই সব সমালোচকদের বারবার জবাব দিচ্ছেন তিনি। নিউজিল্যান্ড সফরে যখন লোকেশ রাহুল থাকবেন না তখন রোহিত শর্মা নিজের ওপেনিং পার্টনার হিসেবে ঈশান কিষানকেই হয়তো বেছে নেবেন। কিন্তু তার আগে নিজেকে ভারতীয় দলের ওপেনার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সম্ভাব্য সমস্ত প্রক্রিয়া সেরে ফেলেছেন গিল।

প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় দল ৪১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে তুলে ফেলেছে ২৮৪ রান। শতরানের দিকে এগোচ্ছেন বিরাট কোহলিও। সঙ্গে আছেন শ্রেয়স আইয়ার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর