বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে অনেক ক্রিকেট ভক্তদের চিন্তা ছিল। তাকে বিশ্বকাপে (2023 ODI World Cup) আর দেখা যাবে কিনা, তিনি কতগুলো ম্যাচে মাঠে নামতে পারবেন না, ডেঙ্গু কি তাকে স্বাভাবিক ও স্বতন্ত্র ছন্দ কেড়ে নিয়ে তাকে নিজের ব্যাটিং মানসিকতা বদল করতে বাধ্য করবে ইত্যাদি নানা প্রশ্ন উঠে আসছিল গত কয়েকদিন ধরে। সেই সকল প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) বিশ্বকাপের (2023 ODI World Cup) হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় দলের (Indian Cricket Team) এই তারকা ওপেনারকে নেটে অনুশীলন করতে দেখা গেল।
বাকি ভারতীয় দলের আগেই তিনি আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন। সেখানেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারত ও পাকিস্তান দুই দলে নিজেদের প্রথম ম্যাচ দুটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে। শুভমান গিল যদি প্রত্যাবর্তন করেন তাহলে ভারতীয় দলের কিছুটা বাড়তি সুবিধা হয়ে যাবে।
কিন্তু এখন প্রশ্ন হল যে ডেঙ্গুর উপসর্গ হিসেবে যে ক্লান্তিভাব রোগের মধ্যে থেকে যায় সুস্থ হওয়ার বেশ কিছুদিন পরেও, সেটা কাটিয়ে ওঠে সম্পূর্ণ সুস্থভাবে মাঠে কি নামতে পারবেন শুভমান গিল। সেই প্রশ্নের জবাব এখনই দেওয়া মুশকিল। আহমেদাবাদে পৌঁছে তিনি এক ঘন্টা নেটে ব্যাটিং করেছেন। তখন তাকে কোনও অস্বস্তিতে দেখায়নি।
আরও পড়ুন: মাটিতে মিশে গেল কিংবদন্তি কপিল দেবের রেকর্ড! দিল্লিতে ব্যাট হাতে তান্ডব নৃত্য রোহিত শর্মার
কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করা এবং মাঠের মাঝখানে নেমে ব্যাটিং করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সেখানে পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের এমন হাইভোল্টেজ ম্যাচে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকলে কাউকে নামানো উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় দল অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে সমস্যার মুখোমুখি হয়েছিল। কিন্তু তারপরে আফগানিস্তানে বোলিংয়ে কিছু তারকা ক্রিকেটার উপস্থিত থাকা সত্ত্বেও তারা দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং রোহিত শর্মা, বিরাট কোহলি প্রত্যেকেই ভালো ব্যাটিং করেছেন। ফলের শুভমন গিল না থাকলে যে ভারত বিশাল বড় সমস্যার মুখোমুখি হবে এমনটা নয়।