বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। বছর পেরোলেই ‘ভোটানুষ্ঠান।’ না, ভোটের নির্ঘন্ট এখনো প্রকাশ হয়নি ঠিকই, তবে ইতিমধ্যেই বঙ্গে বেজে গিয়েছে শাসক-বিরোধী দামামা। বাক্যবান থেকে শুরু করে অভিযোগ, সভা- পাল্টা সভা সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
শাসক দলের নিশানায় বিজেপি অন্যদিকে বিরোধী শিবিরের আক্রমণের তীর জোড়া ফুলের দিকে। সম্প্রতি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী দলের প্রত্যেক হেভিওয়েট নেতা মন্ত্রীর মুখে একই বুলি, ‘ডিসেম্বর ইস্যু ‘। এই ডিসেম্বর চর্চার মধ্যেই এবার নতুন দাবি নিয়ে সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ঠিক কি দাবি করলেন বিরোধী দলনেতা? শুভেন্দু অধিকারী বলেন, ‘এ মাসে আইসিডিএস কর্মীদের অ্যাকাউন্টে অর্ধেক টাকা ঢুকেছে। মা বোনেদের কাছে খোঁজ নিয়ে দেখুন। আর ডিএ অর্ডারটা যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। অর্ডার তো হবেই। তখন আর তাড়াতে হবে না। চোদ্দ তলা থেকে নিজেই পালাবে। একমাসে ২৩ হাজার কোটি টাকা দিতে হবে!’ পাশাপাশি দলনেতার আরও দাবি ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজ্যের জন্য।
কিছুদিন আগেই বিরোধী দলনেতা ডায়মন্ড হারবারে জনসভা করে বলেন, ‘চলতি মাসেই আমি এখানে বিজয়া করতে আসব।’ আবার কখনও তিনি দাবি করেছেন, ‘ডিসেম্বর মাসে রাজ্যের সব থেকে বড় চোর ধরা পড়বে।’
আর এবার একেবারে তারিখ ধরে হুঁশিয়ারি শুভেন্দুর। ভোট পূর্বে বারংবার ডিসেম্বর মাস নিয়ে এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে সরব হচ্ছেন বিরোধী দলনেতা। তবে কেন গুরুত্বপূর্ণ এই দিনগুলি? কি হতে চলেছে এই তিন দিন? প্রশ্ন চারা দিচ্ছে সকলের মনে। সেই সঙ্গেই এই তিন দিনের ওপর নজর রইল সকল বঙ্গবাসীর।