বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির জন্য কিছুক্ষণের জন্য স্থগিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি ভ্রুকুটি কাটিয়ে শুরু হয়েছে খেলা। কুইন্স পার্ক ওভাল এবার ম্যাচটি ৫০ ওভার থেকে কমে দাঁড়িয়েছে ৪০ ওভারের। বৃষ্টি আর বিঘ্ন না ঘটালে শিখর ধাওয়ানরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস সৃষ্টি করেই ফেলতে পারেন।
আজ শিখর ধাওয়ানের ভারতীয় ক্রিকেট দলের সামনে একটি বড় রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় ঢুকে যাওয়ার সুযোগ। আজ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও ভারতীয় অধিনায়কের নেতৃত্বে ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ওডিআই সিরিজে ক্লিন সুইপ করতে পারেনি। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সৌরভ, ধোনি, কোহলি, কপিল দেবদের নেতৃত্ব মিলিয়ে ভারতীয় দল মোট নটি ওডিআই সিরিজ খেলেছে। কিন্ত কোনোবারই তারা ক্লিন সুইপ করতে পারেননি। শিখর ধাওয়ানের সামনে আজ সেই সুযোগ থাকছে।
আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। চলতি সিরিজে প্রথমবার টস চিনতে পেরেছেন ভারতীয় অধিনায়ক। তারা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যাশামতোই দলে একটি পরিবর্তন হয়েছে। আবেশ খানের বদলে দলে ফেরত এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা।
সম্প্রতি শিখর ধাওয়ানের ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছিল। প্রথম ম্যাচে দুর্দান্ত ৯৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ছন্দপতন হলে তৃতীয় ম্যাচে ফের দুর্দান্ত ব্যাটিং করে ৫৮ রানে আউট হলেন তিনি। শুভমান গিলের সঙ্গে ১১৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে গিয়েছেন তিনি। অপরদিকে শুভমান গিল আজও সপ্রতিভ। প্রথম ম্যাচে অর্ধশতরান করার পর দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য হাফ সেঞ্চুরির গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু তৃতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে প্রতিবেদনটি লেখার সময় ৭৪ রানে নট আউট হয়েছেন তিনি। তাকে যোগ্য সংগতি আক্রমণাত্মক ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার। এইরকম ব্যাটিং করতে থাকলে দিনের শেষে এই ভারতীয় দলের ইতিহাসের পাতায় উঠে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।