ইমরান হাশমি তো কোন ছার! বলিউডের সবথেকে লম্বা চুম্বন দৃশ‍্য করে রেকর্ড গড়েছেন সিদ্ধার্থ-জ‍্যাকলিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘কিসিং গড’ নামে পরিচিত ইমরান হাশমি (Emraan Hashmi)। তাঁর অভিনীত প্রায় প্রতিটি ছবিই অন্তরঙ্গ দৃশ‍্যের আধিক‍্যের জন‍্য জনপ্রিয় হয়ে রয়েছে। কিন্তু চুম্বন দৃশ‍্যের রাজাকেও হারিয়ে দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। বলিউডের দীর্ঘতম চুম্বন দৃশ‍্যে অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।

কথা হচ্ছে, ‘এ জেন্টলম‍্যান: সুন্দর, সুশীল, রিস্কি’ ছবির ব‍্যাপারে। অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেছিলেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। বক্স অফিসে ডুবে গেলেও নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ‍্যের জন‍্য ছবিটি চর্চায় উঠে এসেছিল।


সেই ছবিরই ‘লাগি না ছুটে’ গানটি বিশেষ ভাবে নজর কেড়েছিল সিদ্ধার্থ জ‍্যাকলিনের লিপ লক এবং শয‍্যা দৃশ‍্যের জন‍্য। দৃশ‍্যটির শুট করতে গিয়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন নায়ক নায়িকা তা সম্প্রতি সংবাদ মাধ‍্যমে ফাঁস করেছেন পরিচালক জুটি রাজ এবং ডিকে।

চুম্বন দৃশ‍্যটির শুটিং চলছিল। শট ঠিকঠাক হতে পরিচালকরা ‘কাট’ ‘কাট’ বলে চিৎকার করছিলেন। কিন্তু সেকথা সিড জ‍্যাকির কানে গেলে তো! দুজনেই তখন সম্পূর্ণ ডুবে গিয়েছিলেন একে অপরের মধ‍্যে। পরিচালকদের নির্দেশ কানেই যায়নি কারোর। অনেকক্ষণ পরে যখন দুজনের হুঁশ ফেরে ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। বলিউডের সর্বকালের ‘দীর্ঘতম চুম্বন’ হিসাবে রেকর্ড গড়ে নিয়েছিলেন সিদ্ধার্থ জ‍্যাকলিন।

নিজের দুর্বলতা অস্বীকার করেননি সিদ্ধার্থ। গানের দৃশ‍্যে জ‍্যাকলিন এতটাই ‘হট’ ছিলেন যে তাঁকে সামলানো নাকি কঠিন হয়ে পড়েছিল। তবে ওই দৃশ‍্যে সেটা জরুরি ছিল বলেই মনে করেন অভিনেতা। ওই কারণেই গানের দৃশ‍্যটি এখনো চর্চায় রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘এ জেন্টলম‍্যান’। সিদ্ধার্থ এবং জ‍্যাকলিন ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন দর্শন কুমার, সুনীল শেট্টি, অমিত মিস্ত্রির মতো অভিনেতা অভিনেত্রীরা। বক্স অফিসে একেবারেই ভাল ব‍্যবসা করতে পারেনি ছবিটি।

সম্পর্কিত খবর

X