বলিউডে ফের বিয়ের সানাই! প্রেমিকা কিয়ারাকে নিজের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করালেন সিদ্ধার্থ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) এখন যে জুটি চর্চার কেন্দ্রে রয়েছেন তাঁরা হলেন কিয়ারা আডবানী (kiara advani) ও সিদ্ধার্থ মালহোত্রা (siddharth malhotra)। ২০১৯ সালে করিনার তুতো ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে দুজনের একসঙ্গে নাচই জল্পনার সূত্রপাত ঘটিয়েছিল। তারপর থেকে বেশ কয়েকবার একসঙ্গে পাপারাৎজির ক‍্যামেরা বন্দি হয়েছেন কিয়ারা সিদ্ধার্থ।

এবার সেই জল্পনার আগুনে আরো ঘি ঢাললেন সিদ্ধার্থ নিজেই। গতকাল যখন বরুন ধাওয়ান বিয়ের পিঁড়িতে বসছেন নাতাশা দালালের সঙ্গে তখন তিনি ব‍্যস্ত কিয়ারার সঙ্গে নিজের বাবা মায়ের সাক্ষাৎ করাতে। এদিন একসঙ্গে লাঞ্চ ডেটে দেখা গেল সিদ্ধার্থ কিয়ারা ও অভিনেতার বাবা মাকে।

kiara sid unseen shershaah pic main
কিছুদিন আগেই সিদ্ধার্থের জন্মদিন উপলক্ষে মুম্বই এসে পৌঁছান তাঁর মা বাবা। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি সিদ্ধার্থ। বান্ধবীকে তাই মা বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়েই দিলেন অভিনেতা। তবে কি শীঘ্রই আরো একটি বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে? প্রশ্ন তুলছে নেটিজেনরা।

https://www.instagram.com/p/CKbCx8inUz0/?igshid=1k0qhchyjtx6c

 

কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। একসঙ্গে ছবি না দিলেও দুজনকে হাতে নাতে ধরতে বেশি বেগ পেতে হয়নি নেটজনতাকে। সিদ্ধার্থ কিয়ারা যে চুটিয়েই প্রেম করছেন তা দিব‍্যি বোঝা গিয়েছে। আগামী ছবি শেরশাহ তে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ ও কিয়ারাকে। সেনা ক‍্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন কাহিনি উঠে আসবে এই ছবিতে।

অপরদিকে বলিউডে ক্রিশ ৪ ছবির জন‍্যও কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, পরিচালক রাকেশ রোশন ছবির চিত্রনাট‍্য ইতিমধ‍্যেই ভেবে ফেলেছেন। শুধু তাই নয়, বলিউডের প্রথম সারির এক অভিনেত্রীকে নায়িকার চরিত্রেও পছন্দ করে ফেলেছেন তিনি। তিনি আর কেউ নন, খোদ কিয়ারা আডবানী। ক্রিশ ৪ এ হৃতিকের নায়িকা হিসাবে দেখা যেতে চলেছে কিয়ারাকে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

 

Niranjana Nag

সম্পর্কিত খবর