প্রাণ বাঁচাতে সপরিবারে পাকিস্তান ছাড়লেন পাকিস্তানের শিখ নেতা রাধেশ সিং

বাংলা হান্ট ডেস্কঃ  পাকিস্তানের (Pakistan) নাম করা শিখ নেতা রাধেশ সিং (Radhesh Singh) (টনি ভাই) সপরিবারে পাকিস্তান ছেড়ে দিলেন। রাধেশ সিং ২০১৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচনে দাঁড়িয়েছিলেন। উনি পাকিস্তানের পেশওয়ার থেকে শিখ এলাকায় ভোটে দাঁড়িয়েছিলেন। আর এরপর থেকেই ওনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।

হুমকি দেওয়া শুরু হওয়ার পর উনি পেশওয়ার ছেড়ে দেন, আর লাহোরে গিয়ে বসবাস করেন। উনি বলেন, ‘আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে, আমি নিজের আর নিজের পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পাকিস্তান ছেড়ে দিয়েছি।”

রাধেশ সিং আপাতত একটি গোপন জায়গায় রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে সংখ্যালঘুদের সাথে হামেশাই দুর্ব্যবহার করা হয়। আর সবথেকে বেশি হয় পাকিস্তানে সংখ্যালঘু কিশোরী এবং মহিলাদের অপহরণ করে তাঁদের ধর্ম পরিবর্তন করা।


Koushik Dutta

সম্পর্কিত খবর