শীতের ছুটিতে সিকিম যাচ্ছেন? ডিসেম্বরের গ্যাংটকের ‘লোসুং উৎসব’ আপনাকে মুগ্ধ করবে

Published on:

Published on:

Sikkim in December you will experience the real mountain atmosphere during the Losong festival
Follow

বাংলা হান্ট ডেস্ক: বরফ দেখার জন্য বহু মানুষই শীতকালে সিকিম (Sikkim) যাওয়ার পরিকল্পনা করেন। তবে বরফ দেখতে শুধু কেন ডিসেম্বরে আপনি সিকিম যাবেন। কারণ সেই সময় সিকিমে শুরু হয় লোসুং উৎসব। আপনি এ বছর ডিসেম্বরের যদি সিকিম যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ফেস্টিভাল এর অংশ নিন একবার হলেও। সারাজীবন মনে রাখবেন এই ঘুরতে যাওয়াটা।

ডিসেম্বরে গ্যাংটক গেলে লোসুং উৎসবেই মিলবে আসল পাহাড়ি আবহ (Sikkim)

সিকিমে (Sikkim) মূলত বৌদ্ধ সংস্কৃতির প্রভাব জোড়ালো। এখানে আনাচে-কানাচে রয়েছে একাধিক বৌদ্ধ মঠ। আর তার মধ্যেই দুটো জনপ্রিয় মনাস্ট্রিতে প্রতিবছর ধুমধাম করে পালিত হয় লোসুং উৎসব। আর এই উৎসব চলে চার দিন ধরে। পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে গোটা সিকিম আরও সুন্দর হয়ে ওঠে।

Sikkim in December you will experience the real mountain atmosphere during the Losong festival

আরও পড়ুন: একঘেয়েমি মাছের পদ ভুলে যান—এই শীতে ট্রাই করুন পেঁয়াজ-রসুনে সিদল শুঁটকি, রেসিপি রইল

লোসং উৎসব মূলত চাম নৃত্য। এগুলো বৌদ্ধ মঠ গুলোতে নাচ করা হয়। সেখানকার বৌদ্ধ সন্ন্যাসীরাই এই নাচ পরিবেশন করেন। পাশাপাশি এক ধরনের মুখোশ ও পোশাক পরে তারা এই নাচ করেন। এছাড়া এই নাচের মাধ্যমে তারা বৌদ্ধ দেবতা ও পৌরাণিক কাহিনী গুলো তুলে ধরেন। আর তাদের এই উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে বহু মানুষের ভিড় করেন সিকিমের বৌদ্ধ মাঠে।

আর এই বছর সিকিমের এই অনুষ্ঠান শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। যদিও এই উৎসব, গ্যাংটকের বুকে ফোডং ও রুমটেক মনেস্ট্রিতে রাজকীয়ভাবে পালিত হয় এই উৎসব। তাই সিকিমের নানা প্রান্ত ঘুরে দেখার সঙ্গে আপনি এই দুই মনেস্ট্রিতে সিকিমের ‘নিউ ইয়ার সেলিব্রেশন’ দেখতে পৌঁছে যেতে পারেন।

তবে জানা যায়, লোসুং উৎসবে মূলত ভূতিয়া ও লেপচা সম্প্রদায়ের মানুষেরাই অংশগ্রহণ করে। তিব্বতের লুনার ক্যান্ডেলের মতে প্রতিবছর বদলায় উৎসবের তারিখ। তবে এই উৎসবে গোটা সিকিম আনন্দে মেতে ওঠে। পাশাপাশি এই সময়ে নাচ-গান খাওয়া দাওয়ায় মুখরিত হয়ে ওঠেন সিকিমবাসীরা (Sikkim)।