বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই উত্তরবঙ্গ পরিবহনে খুশির খবর। কারণ , দিনকে দিন যানজট নগরী নামে পরিচিত পাচ্ছিল শিলিগুড়ি (Siliguri)। গাড়ি পার্কিং সমস্যা শিলিগুড়ি শহরের অন্যতম বড় সমস্যা। সেই সমস্যা কমাতে এর আগেও মহকুমা পরিষদ বোর্ড এগ্ৰি মার্কট প্রকল্পের জায়গা বাছা হয়েছিল। কিন্তু তারপরও অপরিকল্পিত রাস্তাঘাট ও অব্যবস্থাপনায় জর্জরিত যানবাহন চলাচল ব্যবস্থা সব মিলিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় লেগে যাচ্ছে প্রায় ঘন্টার পর ঘন্টা। তাই এই জটিল পরিস্থিতি মোকাবিলা করার জন্য বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA)।
যানজটের ভোগান্তি নয় শিলিগুড়িতে! এবার নতুন বাস টার্মিনাস হচ্ছে মাটিগাড়ায় ( Siliguri)
শিলিগুড়ি (Siliguri) দিনকে দিন যানজট নগরী নামে পরিচিতি পাচ্ছে। এখানকার অপরিকল্পিত রাস্তাঘাট পাশাপাশি ও ব্যবস্থাপনায় জর্জরিত যানবাহন চলাচল ব্যবস্থা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছতে সময় লাগাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবার এই জটিল পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA)।
এদিন একটি সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি পৌর কমিশনের মেয়র গৌতম দেব জানান, দূরপাল্লার বাসগুলির জন্য এবার মাটিগাড়ার পরিবহনগরে তৈরি হবে নতুন বাস টার্মিনাস। এই বাস টার্মিনাস তৈরি করার জন্য রাজ্য পরিবহন দফতর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। পাশাপাশি এই অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরি করার জন্য ২.৫ কোটি টাকার বরাদ্দ করেছেন।
বুধবার গৌতম দেবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগার। এই দিন বৈঠকে মূলত যানজটের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি জানান, মেয়রের প্রস্তাবে বাস টার্মিনাস (Bus Terminus) নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত এই কাজ শুরু করা হবে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও অনুমোদন পাওয়া গিয়েছে।
এই নতুন বাস টার্মিনাসের বৈশিষ্ট্য হল, এখানে একসঙ্গে ৭০ টি দাঁড়াতে পারবে। পাশাপাশি থাকবে আধুনিক টিকেট কাউন্টার। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে তৈরি করা হবে ফুড ব্লক। পাশাপাশি পরিবহন নগরের ট্রাক টার্মিনাসও আধুনিকরণ করা হবে। যার জন্য ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই নতুন বাস টার্মিনাস তৈরি হলে, শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার বাস চলাচল কমবে। যার ফলে যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছেন এসজেডিএ।