হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম, সপ্তাহান্তে ঘুরে দেখুন স্বর্ণবাজার

বাংলাহান্ট ডেস্কঃ আজ আবারও কমল সোনার দাম (gold price)। সপ্তাহের শেষে এসে হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই বেশ নিম্নমুখী হয়েছে সোনার গ্রাফ। সেই রেশ অব্যাহত রেখেই আজ আবারও কমল সোনার দাম।

স্বর্ণ বাজারের ক্রমাগত এই ধস দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটেছে মধ্যবিত্তের। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

new delhi women busy buying gold ornaments on the occasion of dhanteras 1094220

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪২৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২৯ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৯৩০ টাকা এবং ১ গ্রামের ৪৬৯৩ টাকা।

Jewelary20150806070300 1

অন্যদিকে দিল্লীতেও সোনার দামের গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের ঘরে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২০০ টাকা।

antique silver bracelet

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দাম। ১০ গ্রাম দাম পড়েছে ৬৬.৯০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৬৯ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর