ধস নামল স্বর্ণবাজারে, সোনার দামের পতন দেখে হাসি ফুটল ক্রেতাদের মুখে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহান্তে বেশ কিছুটা কমল সোনার দাম (gold price)। বিদ্যুতের গতিতে এগোতে থাকা দামের পরিমাণে কিছুটা হলেও ছেদ পড়ল। ভারী পতন দেখা গেল স্বর্ণবাজারে। যার ফলে ক্রেতাদের মুখে হাসি ফুটলেও, ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল।

শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। তবে বিধিনিষেধে কিছু ছাড় থাকার কারণে, দোকান কিংবা অনলাইন- সোনার গহনা কেনার ধুম পড়ে গেল।

silver gold price on 10 th june in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৫০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৫০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৫০ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৭৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৪৪০ টাকা এবং ১ গ্রামের ৫১৪৪ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৫০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫০০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম পড়েছে ৬৯.৪০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৯৪ টাকা।

সম্পর্কিত খবর

X