বিয়ের মরশুম শুরু হতেই কমতে শুরু করল সোনার দাম, দোকানে ভিড় জমালো ক্রেতারা

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের মরশুম শুরু হতে না হতেই হুড়মুড়িয়ে কমতে শুরু করেছে সোনার দাম (gold price)। কলকাতায় সোনার দাম ৪৮ হাজারের ঘরে থাকলেও, গতকালের তুলনায় আজ অর্থাৎ বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনা গ্রাম প্রতি কমেছে প্রায় ৪৫ টাকা। আর সোনার দামের এই পতন দেখেই মুখে হাসির ঝিলিক ফুটে উঠল মধ্যবিত্তের।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

2 10 02 59 Jewellery 1 H@@IGHT 313 W@@IDTH 472 1

সোনার দাম
কলকাতার বাজারে গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৮৭৫০ টাকা। আর আজকের দিনে গহনা সোনার দাম (today’s gold price) দাঁড়িয়েছে ৪৮৩০০ টাকা। পাশাপাশি ১ গ্রামের দাম ৪৮৩০ টাকা।

২৪ ক্যারেটের ক্ষেত্রে গতকাল ১০ গ্রামের দাম ছিল ৫১৪৫০ টাকা। তবে বৃহস্পতিবার দাম দাঁড়িয়েছে ১০ গ্রামের ৫১০০০ টাকা এবং ১ গ্রামের ৫১০০ টাকা।

women buy gold jewellery on dhanteras in new 115058

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৮০৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৮০৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫২৪২০ টাকা এবং ১ গ্রামের ৫২৪২ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৬০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬০০ টাকা।

DR SILVER WEB BANNER

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৬.৩০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৬৩ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর