বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ সালে রীতিমত দামের পাহাড় তৈরি করে সোনার দাম (gold price) ২০২১ সালের শুরু থেকেই নিম্নমুখী হয়েছে। তারউপর ফেব্রুয়ারীতে বাজেট পেশ করার পর থেকে দামের গ্রাফ সেই যে নামতে শুরু করেছে, তাতে করে এখন নামতে নামতে ৪৪ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে।
সোনার দামের এই ভারী পতন দেখে বেজায় খুশি মধ্যবিত্ত, কিন্তু মাথায় হাত পড়ছে ব্যবসায়ীদের। সোমবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের পতনের নিরিখে সোনার দাম দেওয়া হল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৫৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৫৪ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৭২১০ টাকা এবং ১ গ্রামের ৪৭২১ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪২০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২০৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২০৫ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৬.৬০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৬৬ টাকা।