একলাফে ৪৫ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম, স্বর্ণবাজারের পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমাগত ওঠা নামা করতে করতে, আজ একলাফে ৪৫ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম (gold price)। স্বর্ণবাজারের এই ভারী পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের। চলতি মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। যার ফলে ব্যবসায়ীর মাথায় হাত পড়লেও, মুখের হাসি বহাল রয়েছে ক্রেতাদের।

সোমবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

silver gold price on 24 th march in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৭৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৭৭৫০ টাকা এবং ১ গ্রামের ৪৭৭৫ টাকা।

silver gold price on 5 th march in kolkata

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৬০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৬০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৩৫ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৩.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৩৬ টাকা।

সম্পর্কিত খবর

X