বাংলাহান্ট ডেস্কঃ আবারও ৪৩ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম (gold price)। মার্চ মাসের শুরু থেকেই বেশ নিম্নগামী সোনার গ্রাফ। আগেও একবার ৪৩ হাজারের ঘরে নামার পর, আজ আবারও কালকের থেকে বেশ খানিকটা কমে ৪৩ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম।
স্বর্ণ বাজারের ক্রমাগত এই ধস দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটেছে মধ্যবিত্তের। মঙ্গলবার বিকেল ৫ টা অবধি দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৩ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৮৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৮৪ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৪৮০ টাকা এবং ১ গ্রামের ৪৬৪৮ টাকা।
অন্যদিকে দিল্লীতে সোনার দামের গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের ঘরে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৮০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৬৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৬৫ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। ১০ গ্রাম দাম পড়েছে ৬৬.৭০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৬৭ টাকা।