এই তিন ভারতীয় তারকার মধ্যে রয়েছে দক্ষ আম্পায়ার হওয়ার গুণ, নাম জানালেন সাইমন টাফেল

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাইশ গজে ব্যাটার, বোলার এবং ফিল্ডারদের মতোই আম্পায়ারিংয়ের কাজটিও অত্যন্ত কঠিন কাজ। বিশেষ করে ভরা স্টেডিয়ামে যখন সকল মানুষের দৃষ্টি একটা মানুষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকে তখন বোঝা যায় যে আম্পায়ারিংয়ের কাজটা একেবারেই ছেলেখেলা নয়। আর এই কাজটাই গত ১৩ বছর ধরে অত্যন্ত বিচক্ষণতার সাথে করে আসছেন সাইমন টফেল যাকে সর্বকালের অন্যতম সেরা আম্পায়ারদের মধ্যে একজন বলে গণ্য করা হয়।

এর আগে ২০০৪ সাল থেকে ২০০৮ সাল অবধি, টানা পাঁচ বছর আইসিসি-র বিচারে বছরের সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন সাইমন টাফেল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারকা অজি আম্পায়ার জানিয়েছেন যে তার মতে কোন কোন ক্রিকেটারের মধ্যে ভবিষ্যতে সফল আম্পায়ার হয়ে ওঠার ক্ষমতা আছে। আর সেই তালিকায় তিনি রেখেছেন তিন ভারতীয় তারকা ক্রিকেটারকে যারা হলেন- বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন।

ওই সাক্ষাৎকারটিতে টাফেল বলেছেন, “আমার এখনও মনে আছে যে বেশ কিছু বছর আগে আমি সেওয়াগকে আম্পায়ার হওয়ার জন্য চ্যালেঞ্জ জানিয়ে ছিলাম। ও একবার ভারতের ম্যাচে ফিল্ডিং করার সময় স্কোয়ার লেগে আমার পাশে দাঁড়িয়ে কোনটি আউট আর কোনটি আউট নয় সেই নিয়ে তর্ক করছিল। যদিও ও আমার চ্যালেঞ্জ ফিরিয়ে দেয়।”

সাইমনের মতে আম্পায়ার হওয়ার জন্য ঠান্ডা মাথার পাশাপাশি একটা সুদৃঢ় ব্যক্তিত্বের প্রয়োজন, তিনি জানিয়েছেন যে তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেলের সাথে এই নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আম্পায়ার হতে ইচ্ছুক। কিন্তু তিনি বারবার বলেছেন যে, এটা সবার কাজ নয়। তার মতে কোহলি বা অশ্বিনও এই কাজটি দক্ষতার সাথে করতে পারবেন।

সম্পর্কিত খবর

X