গানে গানে বিস্ফোরণ, পুজোর আগেই গায়কের নিশানায় সরকার! চর্চায় নচিকেতা

বাংলা হান্ট ডেস্ক : বাংলা গানের জগতে নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) নাম সকলেই জানেন। বাংলা গানের (Bengali Song) জগতে তার জুড়ি মেলা ভার। একটা সময় এমন ছিল যখন তার গান রীতিমত ঝড় তুলেছিল। তবে এবার তাকে নিয়ে যে খবর সামনে এসেছে তা দেখে চমকে গেছেন সকলেই। নতুন এই খবরে একপ্রকার নড়ে চড়ে বসেছে বাংলা শিল্প মহল থেকে শুরু করে তার অনুরাগীরা।

নচিকেতার গান মানেই তাতে নতুন কোনও চমক। যে কারণে তার একটা গানের জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকেন ভক্তরা। কারণ নচিকেতার গান মানেই তাতে থাকে প্রেম-ভালোবাসা, ডিভোর্স, সম্পর্কে টানাপোড়েন, বিরহ সবকিছুই। এমনকি তার গানের মধ্য দিয়ে সরকার, প্রশাসনও বাদ যায়না। আসন্ন দুর্গাপুজোতেও ভক্তদের জন্য রয়েছে বড় চমক।

   

আসলে আর মাত্র কয়েকটা দিন পরেই দূর্গাপুজো, পুজোর সময়ই মুক্তি পাবে গায়কের নতুন অ্যালবাম। আসলে কিছুদিন আগেই নচিকেতা জানিয়েছিলেন যে, এবার পুজোয় একটি বিশেষ গান উপহার দিতে চলেছেন ভক্তদের। এই গানে তিনি তুলে ধরবেন মণিপুরের ঘটনা থেকে শুরু করে কৃষকদের সমস্যা সবকিছুই।

আরও দেখুন : ‘বাবা তখন মদের নেশায়…’, মহেশের কান্ড কীর্তি ফাঁস করলেন অভিনেত্রী আলিয়া

যা শোনার পর থেকে রীতিমত নড়েচড়ে বসেছে সকলে। এমনিতেও আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী হিসেবে পরিচিত নচিকেতা। ১৯৯০ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম। সেই সময় ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

আরও দেখুন : এবার গিনির সাথে জোরজবরদস্তি! রূপের স্বরূপ সামনে আসতেই হইচই সোশ্যাল মিডিয়ায়

64465141 1659603462385 1673931395191 1673931395191

নচিকেতা এই বিষয়ে বলেন, ‘আমার কলম এখনও বিক্রি হয়নি।’ প্রসঙ্গত উল্লেখ্য, এই সপ্তাহেই মুক্তি পাবে নচিকেতার ‘তুমি চড়লে স্বপ্নরথে/ এদিকে কৃষক নেমেছে পথে/ শ্রমিকের মুক্তির গান/ কৃষকের হাতিয়ারে শান/ শ্রেণিহীন সমাজের স্বপ্ন/ ঘৃণার প্রতিপালনে যত্ন। এইদিন তিনি নিজেই ফেসবুকে অ্যালবামের নাম জানিয়েছেন। গায়কের এই নতুন অ্যালবামের নাম তোমার জন্যে গান।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর