বাংলা হান্ট ডেস্কঃ হাতে অল্প কিছু অর্থ থাকলেও সেই অর্থ বাড়িতে ফেলে রেখে লাভ নেই। বরং সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারলে সেই অর্থ আপনার কাজে লাগবে। ব্যাঙ্কেও এখন সুদের হার ক্রমেই কমছে। সেখানে আপনি বরং SIP Investment/ systematic investment plan করে দেখতে পারেন। এখানে কম কম অর্থ দিয়েও আপনার প্রচুর লাভ করার সম্ভাবনা থাকে।
তবে একটা কথা এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন। “মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্টড টু মারকেট রিস্ক”। এর মানে হল এর অর্থের রিটার্ন নির্ভর করে বাজার উত্থান-পতনের উপর। যদিও এটাও মনে রাখা দরকার, দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করলে আপনি লাভ অবশ্যই পাবেন।
এখানে আপনাকে একটু উদাহরণ দিয়ে পুরো বিষয়টি বুঝিয়ে বলছি। ধরুন আপনি 1269 টাকা প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে রাখেন তাহলে পরিকল্পনা শেষে আপনি দুই কোটি টাকা পর্যন্ত পেতে পারেন। শুনতে আশ্চর্য লাগলেও এরকম ঘটে। তবে সেক্ষেত্রে পরিকল্পনা দীর্ঘমেয়াদি হতে হবে।
আপনি যদি আপনার 25 বছর বয়স থেকে প্রতি মাসে 1269 টাকা বিনিয়োগ করেন। আর যদি 12% হারে বার্ষিক রিটার্ন পান তবে বিনিয়োগ শেষে অর্থাৎ ওই 60 বছর বয়সে আপনার হাতে আসতে পারে দুই কোটি টাকা। এই ৩৫ বছরে আপনার নিজের বিনিয়োগ অ্যামাউন্ট থাকছে 41,26,011টাকা। আর রিটার্নে আপনি পাচ্ছেন বাকি অর্থ। তাই দেরি করে লাভ নেই। আজ থেকেই শুরু করতে পারেন এই বিনিয়োগ পদ্ধতি।