দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশের কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এমন প্রতিবেদন প্রতিনিয়ত আসছে যা তাদের কাজের দক্ষতা এবং সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন উঠছে। কিছুক্ষেত্রে আবার অনেকে পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলছে বলা যেতে পারে, তাদের কাছে ধারনাটা খানিকটা এরকম রক্ষকই ভক্ষক। আর প্রতিদিন, এই জাতীয় সংবাদ আসে যে খাকি নিজেই আইন ভঙ্গ করার কারণে বা দুর্নীতির কারণে মানুষকে টার্গেট করছে পুলিশ ।
এসবের মাঝেও এমন কিছু ঘটনা ঘটে যা খুব কমই দেখা বা আলোচিত হয়। তবে পুলিশের মানবিক দিকও সামনে এনে দেওয়া দরকার। কারন ব্যাতিক্রম বলে একটা ভারি শব্দ আছে। তার অস্তিত্ব আছে এই দুনিয়াতে। এরকমই একটা ঘটনার সাক্ষি হয়ে আছে লখনউ।মঙ্গলবার লখনউয়ের গোমতিনগরের ওয়েভ মলের সামনে এক প্রবীণ ব্যক্তি যানবাহনের মাঝে রাস্তা পার হচ্ছিলেন, তখন ব্যারিকেডে দাঁড়িয়ে থাকা সৈনিক ইসরারের নজরে পড়ে।বয়সজনিত কারনে একা রাস্তা পার হওয়া বিপদের হতে পারে তাই ওই সৈনিক দৌড়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বৃদ্ধের ব্যগপত্র সে নিজে নিজে নিয়ে তাকে কোলে তুলে নিয়ে রাস্তা পার করিয়ে দেয়।সৈনিক তাকে নিরাপদ স্থানে পৌছে দেয়।
রাস্তা পেরিয়ে যাওয়ার পর ওই প্রবীণ ব্যাক্তি সৈনিকটির দিকে তাকিয়ে ছিলেন , আর সম্ভবত তিনি বলতে চাইছিলেন আপনাকে ধন্যবাদ। এর থেকে বোঝা যায় আজও মানবতা বেচে আছে । তাকে খুজে বের করতে হয়ে শুধু, কিন্তু তা বলে যে পাওয়া যায় না একথা মিথ্যে ।