বুমরার পরিবর্ত বাছতে নাজেহাল BCCI, একসঙ্গে তিন পেসারকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরার মতো দুই তারকা ক্রিকেটারের অভাব অনুভব করবে ভারতীয় দল। অক্ষর প্যাটেল কিংবা অশ্বিন হয়তো তার বোলিংয়ের অভাবটা পূরণ করে দিতে পারবেন। কিন্তু তার ব্যাটিং অভিজ্ঞতা এবং ফিল্ডিং দক্ষতার অভাব পূরণ করা কারোর পক্ষে সম্ভব নয়।

সেইসঙ্গে ডেথ ওভারগুলিতে বুমরার নিখুঁত ইয়র্কারগুলির অভাব অত্যন্ত বেশি অনুভব করবেন রোহিত শর্মা। গত দুই তিন মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বলা যায় এইমুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বড় চিন্তার কারণ হলো তাদের ডেথ বোলিং। ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং নতুন বল হাতে ভারতকে সফলতা দিতে পারবেন সেই নিয়ে কারোরই সন্দেহ নেই। কিন্তু এশিয়া কাপ থেকে শুরু করে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তারা ডেথ ওভারগুলিতে রান আটকে রাখতে ব্যর্থ হয়েছে।

Jasprit Bumrah Rohit Sharma

বুমরার অভাব ঢেকে দেওয়ার জন্য এখন সবচেয়ে বেশি যে বোলারের নাম নিয়ে আলোচনা চলছিল, সেই দীপক চাহার গোড়ালিতে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য সেটিকে গিয়েছেন ভারতীয় দল থেকে। চলতি বছরের গোড়ার দিকে দুর্দান্ত ফর্মে থাকাকালীন ইনজুরির শিকার হয়ে তিনি বেশ কয়েক মাসের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। বিশ্বকাপের আগেই যখন তিনি সুস্থ হয়ে ফিরে নিজের যোগ্যতা প্রমান করা শুরু করছিলেন তখন তার আবার চোট পাওয়ার ঘটনাকে দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলা যায় না।

এমন পরিস্থিতিতে বুমরার পরিবর্ত বেছে নেওয়ার ব্যাপারে ‘ধীরে চলো’ নীতিতে অগ্রসর হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ পাওয়া খবর অনুযায়ী মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর তিন বোলারকেই ১৪ই অক্টোবর অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যেতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এদের মধ্যে কাকে পরিবর্ত হিসেবে বেছে নেওয়া হবে সেই ব্যাপারে এখনো সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেষমুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

মহম্মদ শামি প্রায় এক বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন নি। যদিও অন্যান্য ফরম্যাটে ভালো বোলিং করেছেন এই তারকা পেসার। কোভিডের শিকার হয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে মাঠে নামার সুযোগ পাননি। তাই তাকে প্রথম একাদশে জায়গা দেওয়াটা কিছুটা কঠিন সিদ্ধান্ত হয়ে পড়ছে নির্বাচকদের পক্ষে। বাকি দুই বোলার শার্দূল ও সিরাজ সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু সিরাজকে একটা বিষয় হচ্ছে একটু এগিয়ে রাখছেন। ওডিআই সিরিজে মিলারদের বিরুদ্ধে বল হাতে ডেথ ওভার গুলোতেও অত্যন্ত কার্যকরী বোলিং করেছেন সিরাজ। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো একজন দক্ষ ডেথ বোলারের। কাজেই পারফরম্যান্সের বিচারে হয়তো সিরাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর