বাংলাহান্ট ডেস্কঃ ১ লা এপ্রিল নন্দীগ্রামে ভোট। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী (mamata banerjee) বনাম বিজেপির শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকে তাকিয়ে গোটা বাংলা। নির্বাচনের পূর্বেই রবিবার নন্দীগ্রাম পৌঁছালেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঞ্চে হুইলচেয়ারে বসেই কামান দাগলেন অধিকারী পিতা পুত্রের দিকে।
১৪ বছর আগে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে অধিকারী পিতা পুত্রকে আক্রমণ করে মমতা ব্যানার্জী বললেন, ‘সেদিনের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেদিন হাওয়াই চটি পরে পুলিশের পোশাকে অনেকেই নন্দীগ্রামে ঢুকে গুলি চালিয়েছিল। এবারেও নির্বাচনের পূর্বে সেসব কেলেঙ্কারি দেখা যাচ্ছে’।
এরপরই তিনি হুঙ্কার দিয়ে বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেদিন যদি এই বাপ-ব্যাটার পারমিশন না থাকত, তাহলে কিছুতেই এখানে পুলিশ ঢুকতে পারত না। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন কেন এসব বলিনি? ভদ্রলোক বলে সহ্য করে গিয়েছিলাম। তাই এতদিন কিছু জানাইনি আপনাদের’।
তৃণমূল নেত্রীর এই মন্তব্যরে পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন শিশির অধিকারী (sisir adhikari)। মুখ্যমন্ত্রী মিথ্যে বলে পাগলের প্রলাপ বকছেন বলে কটাক্ষ করলেন শিশির অধিকারী। আরও বললেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন।
সেইসঙ্গে শিশির বাবু আরও বলেন, ‘ওনার কোন কথাই কেউ বিশ্বাস করবেন না। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করতেই এসমস্ত বলছেন তিনি। তখন যে সব পুলিশরা গুলি করেছিলেন, পরবর্তীতে উনি নিজেই তাদের বড় বড় পদে বসিয়েছেন। নন্দীগ্রামের মানুষ সবই জানে। হারের সংকেত পেয়ে এসব মিথ্যে বলছেন। ওনার মাথা খারাপ হয়ে গেছে। উনি কিন্তু সবই জানেন’।