পুজোর মরশুমে পার্লারে যেতে অনীহা! ঘরে বসেই পেয়ে যান উজ্জ্বল জেল্লাদার ত্বক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ চলে এল উৎসবের মরশুম। তবে এই সময়ও করোনা আবহ থাকায় অনেকেই পার্লার যেতে অনীহা দেখাচ্ছেন। কিন্তু এদিকে আবার পুজোর সময় চাইছেন দারুণ জেল্লা, ঔজ্জ্বল ত্বক। তবে চিন্তার কোন কারণ নেই, বাড়িতে বসেই পেয়ে যাবেন এই সুন্দর ত্বক।

দেখে নিন-

কলাঃ পাকা কলা পেস্ট করে নিয়ে তাতে এক টেবিল চামচ মধু ও দুফোটা মত লেবুর রস মিশিয়ে নিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফিরে পাবেন ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা।

অ্যালোভেরাঃ মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর তা শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। পরপর দু থেকে তিন দিন দিনে ২-৩ বার করে করুন। পার্থক্য বুঝতে পারবেন।

পাতিলেবুর রস আর গোলাপজলঃ পাতিলেবুর রস আর গোলাপজল এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে ভালো করে শুকিয়ে ফেলুন। পারলে এতে একটু গ্লিসারিনও দিতে পারেন। এইভাবে কদিন ব্যবহার করেলই ত্বকের ব্রণ, গরমের ফুসকুরি, ঘামাচি থেকে মুক্তি পাবেন।

টমেটোঃ একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে তার থেকে রস বের করে নিয়ে মুখে লাগিয়ে রাখুন। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ফিরে পাবেন জেল্লাদার ত্বক।

X