ত্বক ফাটার ভয় নেই! শীতের আগেই এই টিপসগুলো মানলেই মিলবে নরম মসৃণ ত্বক

Published on:

Published on:

Skin Care routine before the cold hits know these tips

বাংলা হান্ট ডেস্ক: শীতের মরশুম আসতে চলেছে। ইতিমধ্যে অনেক জায়গায় হালকা হালকা ঠান্ডা আবহাওয়া পড়ে গেছে। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের ফলে আপনার স্বাস্থ্য ও মুখের সৌন্দর্যের ওপর যথারীতি প্রভাব পড়েছে। কারণ শীত শুরু হতে না হতেই বাতাস ত্বকের ক্ষতি করে। আর এই শুষ্কতা কাটানোর জন্য আপনি নানান ধরনের রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। আপনি ব্যবহার করতে পারেন রান্নাঘরে থাকা এমন কিছু জিনিস যা শীতকালে আপনার ত্বকের (Skin Care) জন্য আশীর্বাদ হয়ে উঠবে। আজকে প্রতিবেদনে সেই রকমই কিছু জিনিসের কথা আপনাদেরকে জানাবো।

ঠান্ডা পড়ার আগেই শুরু করুন স্কিনকেয়ার রুটিন, জানুন টিপস্ (Skin Care)

আমন্ড অয়েল: শীতকালে যখন ত্বক ফাটতে শুরু করে তখন ব্যবহার করতে পারেন শরীর ও মুখে আমন্ড অয়েল। এটি শুষ্কতা দূর করতে পারে (Skin Care)। এটি ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে। পাশাপাশি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই।

Skin Care routine before the cold hits know these tips

আরও পড়ুন: পবিত্র ছটপুজোর রান্নাঘরে মিষ্টির জাদু! ঠেকুয়ার পাশাপাশি জায়গা নিচ্ছে এক বিশেষ লাড্ডু, প্রণালী জানুন

নারকেল তেল: শীতকালের জন্য নারকেল তেলের বিকল্প কিছু নেই। স্নানের পর শরীর ভালো ভাবে মুছে ত্বকে হালকা হাতে নারকেল তেল মালিশ করুন। এটি ত্বককে কোমল রাখবে। পাশাপাশি নারকেল তেল আপনি মুখে ব্যবহার করতে পারেন।

মধু: মধু শুধু খাওয়াই যায় না। এটি ত্বকেও লাগানোও যায়। মধু লাগালে শুধু মুখ উজ্জ্বল হয় না, ত্বক নরম ও চকচকে হয়। মধু লাগালে ত্বকের ক্ষত, দাগ ও ব্রণ আপনাআপনি সেরে যায়। তবে এর অর্থ এই নয় যে আপনার মুখে খুব বেশি মধু ব্যবহার করা উচিত। ফেসপ্যাকের এর মতন ব্যবহার করে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

দুধ: যাদের ত্বক শুষ্ক তাদের জন্য কাঁচা দুধ খুবই ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিন থাকে। এর জন্য আপনাকে শুধু কাঁচা দুধে তুলা ভিজিয়ে তা দিয়ে মুখে ম্যাসাজ করতে হবে (Skin Care)।