ফিক্সড ডিপোজিটের উপর দুদান্ত রিটার্ন পেতে চান? এই ব্যাঙ্কগুলি দিচ্ছে ৯-৯.৫ শতাংশ সুদ

বাংলাহান্ট ডেস্ক: প্রত্যেকেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নিরাপদ বিনিয়োগের আশ্রয় খোঁজেন। যেখানে বাজারের ওঠানামার সঙ্গে তাঁদের অর্থও হ্রাস হবে না। এর জন্য একাধিক স্কিম রয়েছে। তার মধ্যে যুগের পর যুগ ধরে সবার প্রিয় হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমিয়ে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় এর মাধ্যমে। এতে বাজারের ওঠানামার প্রভাব আপনার অর্থের উপর পড়ে না।

বিশেষত প্রবীণ নাগরিকদের (Senior Citizens) খুবই পছন্দের জিনিস এই ফিক্সড ডিপোজিট। কিন্তু ইদানিং মুদ্রাস্ফীতির হারের সঙ্গে পাল্লা দিতে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে সুদের হার। তবে সম্প্রতি ফের রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তারপর থেকে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কিছুটা বেড়েছে। এতে সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হয়েছে। কিছু ব্যাঙ্ক প্রবীণদের ৯ থেকে ৯.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

senior citizen fd

দেশের সব বড় ব্যাঙ্কগুলি সাধারণ মানুষ থেকে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫ থেকে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে। কিন্তু কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৯ থেকে ৯.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কগুলি। এতে প্রবীণ নাগরিকদের অনেক সুবিধাই হবে। আর্থিক দিক থেকে তাঁরা অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।

senior citizen

এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির মধ্যে একটি হল উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)। ফিক্সড ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকদের সব থেকে বেশি হারে সুদ দিচ্ছে তারা। ৭০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও খুব একটা কম নয় সুদের হার। সাধারণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের উপর ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কটি।

এরপর তালিকায় রয়েছে ইউনিটি স্মল ফিন্যান্স (Unity Small Finance)। ১০০১ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকদের ৯.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে তারা। পাশাপাশি সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার হল ৯ শতাংশ। একইসঙ্গে ৫০১ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৯.২৫ শতাংশ হারে সুদ। এর ফলে এই সব ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট খুললে অনেকটাই বেশি টাকা পাওয়া যাবে মেয়াদ শেষে। তবে স্মল ফিন্যান্স ব্যাঙ্কে বিনিয়োগ করার আগে সুরক্ষার সব রকম দিক যাচাই করে নেওয়া ভাল। 

Subhraroop

সম্পর্কিত খবর