বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে তৈরি হতে চলেছে দেশের অন্যতম আধুনিক ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক বিমানবন্দর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের এই প্রকল্পটি শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতের ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের এক নতুন অধ্যায় খুলে দেবে বলে মনে করা হচ্ছে। জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে ‘স্মার্ট ডিজিটাল নেটওয়ার্ক’-এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে, যা দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সংযুক্ত বিমানবন্দর হিসেবে পরিচিতি পেতে চলেছে।
উওরপ্রদেশে (Uttar Pradesh) গড়ে উঠছে স্মার্ট বিমানবন্দর:
উওরপ্রদেশের (Uttar Pradesh) এই বিমানবন্দরকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে এর প্রত্যেকটি কাজকর্ম একটি ইউনিফায়েড ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। টার্মিনাল থেকে রানওয়ে, পার্কিং এলাকা, নিরাপত্তা ও যাত্রী পরিষেবা—সবই একক নেটওয়ার্কে সংযুক্ত থাকবে। নিরবচ্ছিন্ন ডেটা সংযোগ বজায় রাখার জন্য স্থাপন করা হচ্ছে দ্বৈত ফাইবার অপটিক নেটওয়ার্ক। এর ফলে, একটি সংযোগে সমস্যা হলে অন্যটি সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে, যাতে বিমানবন্দরের ডিজিটাল কার্যক্রমে কোনও ব্যাঘাত না ঘটে। নিরাপদ তথ্য ব্যবস্থাপনার জন্য দুটি পৃথক ডেটা সেন্টার তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:কোন কোন কাজে ব্যবহার করা যায় না আধার কার্ড? কী বলছে UIDAI-এর নিয়ম?
পুরো বিমানবন্দর এলাকাজুড়ে লাগানো হয়েছে অত্যাধুনিক ভিডিও নজরদারি ব্যবস্থা। প্রবেশ ও প্রস্থানের পথে বসানো হয়েছে লাইসেন্স প্লেট রেকগনিশন এবং ড্রাইভার ইমেজিং ক্যামেরা, যা স্মার্ট ভেহিকল ট্র্যাকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি চলাচল ও কার্যক্রম রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে তিনটি প্রধান ডিজিটাল হাব—এওসি (এয়ারপোর্ট অপারেশনস কন্ট্রোল সেন্টার), এসওসিসি (সিকিউরিটি অপারেশনস কন্ট্রোল সেন্টার) এবং এআইওসি (এয়ারপোর্ট ইনসিডেন্ট অপারেশনস সেন্টার)। এওসি মূলত বিমানবন্দরের সমস্ত কার্যক্রমের নিয়ন্ত্রণ করবে, এসওসিসি নিরাপত্তা ব্যবস্থার উপর কড়া নজর রাখবে, আর এআইওসি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করবে (Uttar Pradesh)।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই বিমানবন্দরে যাত্রী পরিষেবাতেও থাকছে নতুনত্ব। বিমানবন্দর চত্বরে নির্বিঘ্ন ওয়্যারলেস নেটওয়ার্ক কভারেজের ব্যবস্থা করা হচ্ছে, যাতে যাত্রীরা রিয়েল টাইমে ফ্লাইট সম্পর্কিত তথ্য জানতে পারেন। স্মার্ট ডিজিটাল অ্যাক্সেস সিস্টেম যাত্রীদের প্রবেশ ও বোর্ডিং প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করে তুলবে।

উত্তর প্রদেশের (Uttar Pradesh) জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি পরিবহনকেন্দ্র নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ভারতের প্রতীক হয়ে উঠবে। এই প্রকল্পে ব্যবহৃত ডিজিটাল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও স্বয়ংক্রিয় অপারেশনাল সিস্টেমের উন্নত ব্যবহার নিশ্চিত করবে। এর ফলে বিমানবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।
ওয়াকিবহাল মহলের মতে, এই বিমানবন্দর চালু হলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানেক্টিভিটি নতুন উচ্চতায় পৌঁছাবে। শুধু যাত্রী ও পণ্য পরিবহন নয়, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং পর্যটন ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা তৈরি হবে। দেশের প্রযুক্তিগত উৎকর্ষকে বিশ্ব দরবারে তুলে ধরতে জেওয়ার বিমানবন্দর একটি বড় পদক্ষেপ হয়ে থাকবে।













