মহিষের পিঠে উঠে গাছের পাতা খাচ্ছে স্মার্ট ছাগল, ভাইরাল হল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হচ্ছে অনেক ভিডিও (video)। যা আপনাকে এমন অনেক ভিডিও নিশ্চয়ই দেখেছেন, যা আন্তঃজাতির বন্ধুত্বের গল্প নিয়ে রোমাঞ্চিত। এখন একটি ছাগলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, ভিডিওতে ছাগলের স্মার্টনেস দেখে সকলেই প্রায় অবাক। তাকে সবাই স্মার্ট বলে ডাকে।

ভিডিওওতে দেখা যাচ্ছে, একটি মহিষ বনে গাছের সাথে বাঁধা ছিল। এই সময় একটি ছাগলও সেখানে ঘোরাফেরা করছিল। ছাগলকে পাতা খেতে হয়েছিল তবে গাছটি এত লম্বা ছিল যে ছাগলের নাগালের থেকে অনেক দূরে ছিল। কিন্তু পাতা তো তাকে খেতেই হবে। তখন চালাক ছাগলটি একটি বুধি বার করল। সাথে সাথে সে মহিষের উপরে উঠে পড়ল। তারপরে তিনি গাছ থেকে পরের দুটি পা রেখে ঘাড় লম্বা করে পাতা খেতে শুরু করলেন। কেউ ছাগলের এই দৃশ্যটি ক্যামেরায় বন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ল। ভিডিওটি মন কেড়েছে সবার।

এই ভিডিওটি আইএফএস সুধা রমন তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি একটি স্মার্ট ছাগল।’ ভিডিওতে আপনি ছাগলের স্মার্টনেস দেখতে পাবেন। সংবাদটি লেখার সময় পর্যন্ত এই ভিডিওটিতে 7.8 এর বেশি বার দেখা হয়েছে।

সম্পর্কিত খবর

X