বাংলা হান্ট ডেস্ক : মূলত শহরের জীবনযাত্রার কথা মাথায় রেখে এই বাইকের আবিষ্কার।আরভি-৪০০ র মূল আকর্ষণ হল একবার চার্জে ১৫০কিমি।এই বাইকের দাম পড়বে এক লক্ষ টাকা তবে দু-চার বছরে ভালোই সাড়া ফেলবে বলছে প্রস্তুতকারক সংস্থা রিভোল্ট।জানা যাচ্ছে বাইকটির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করা যাবে।
বাইকটির নানা মোড রয়েছে চালকের বাইক চালানোর ধরনের উপর ভিত্তি করে।
ইলেকট্রিক বাইক বলে ‘নাক উঁচু’ ভাবনা ভেঙে দিতে এই বাইকটিতে রয়েছে ইঞ্জিনের সাউন্ড অন অফের বোতাম। ইঞ্জিন সাউন্ড ‘অন’ করা মাত্রই ইলেকট্রিক বাইকও গর্জে উঠবে পেট্রলচালিত মোটরবাইকের মতো।