বোনের থেকেও সুন্দরী, তবুও হারলেন টলিউডে, শ্রাবন্তীর দিদি স্মিতাকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : টলিউড (Tollywood) জগতে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। হেন কোন অভিনেতা নেই যার সাথে স্ক্রিন শেয়ার করেননি এই অভিনেত্রী। সর্বদাই তিনি থাকেন খবরের শিরোনামে। তবে অভিনেত্রীর অভিনয় জগতের থেকে বেশি তাঁর ব্যক্তিগত জীবনই প্রাধান্য পায় নেট নাগরিকের কাছে।

সোশ্যাল মিডিয়ায় যে কোন ছবি বা ভিডিও পোস্ট করলেই কটাক্ষের তীর ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। একচুলও অভিনেত্রীকে ছেড়ে কথা বলেন না নেট নাগরিকরা। তবে অভিনেত্রীর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ফলো করেন বহু অনুরাগী।

srabanti chatterjee video

তবে আজকে আমরা অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে নয় কথা বলব তাঁর দিদিকে নিয়ে। রূপে বোনের থেকেও অনেক সুন্দরী তাঁর দিদি স্মিতা চট্টোপাধ্যায় ঘোষ। তিনি টলিপাড়ার এলেবারেই অপরিচিত মুখ নন। তবে অভিনয় জগতে বোনের মত সাফল্য পাননি স্মিতা। তবুও তাঁর ফ্যান ফলোয়ার্স সংখ্যা নজর কারবে সকলের।

smita

‘শপথ’, ‘পরবাস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তীর দিদি স্মিতা। তবে সেভাবে আসেনি সাফল্য। পরে অভিনয় জগতকে বিদায় জানিয়ে বোনের সহকর্মীর সঙ্গে ২০১৬ সালে বিবাহ বন্ধনে অবদ্ধ হন তিনি। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। অনুরাগীদের কথায় টলিউডে নিজের জায়গা করতে না পারলেও রূপের দিক থেকে কোন অংশেই বোনের থেকে কম নন তিনি।

sra 1631271400309

টলিউডের জনপ্রিয় মুখ সুজয়। তাঁকে দেখা গিয়েছে ‘মজনু’, ‘১০০% লাভ’ সহ একাধিক সিনেমায়। শ্রাবন্তীর সহকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি। এরপর ২০১৬ সালে শ্রাবন্তীর দিদি স্মিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুজয়।

additiya

সম্পর্কিত খবর