এই ভারতীয় মহিলা ক্রিকেটাররা বাড়ালেন দেশের সম্মান, অর্জন করলেন বিশেষ স্থান

বাংলা হান্ট ডেস্কঃ ১৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের বিগ ব্যাশ লিগ। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লীগে আগেও খেলতে দেখা গিয়েছে ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানাকে। তবে এবার ভারতের জন্য বড় সুখবর। শুধু স্মৃতি নয়, এবার দীপ্তি, রাধা যাদব এবং শেফালীকেও দেখা যাবে বিগ ব্যাশ লিগে। এর আগেই শেফালী বর্মার বাবা জানিয়েছিলেন সিডনি সিক্সার্স দলের পক্ষ থেকে শেফালির সঙ্গে চুক্তি করা হয়েছে। এবার সামনে এল দীপ্তি এবং স্মৃতি মান্ধানার খবর।

স্মৃতি মান্ধানা এর আগেও বিগ ব্যাশ খেলেছেন ব্রিসবেন হিট এবং হোবার্ট হারিকেনের হয়ে। এবার তাকে দলে অন্তর্ভুক্ত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডারস। একই দলে অন্তর্ভুক্ত হয়েছেন দীপ্তি শর্মাও। বিগ ব্যাশ লিগে এবারেই প্রথম পা রাখবেন দীপ্তি এর আগে অবশ্য একাধিক বিদেশি লীগে খেলেছেন এই ভারতীয় অলরাউন্ডার। এমনকি ইংল্যান্ডে ২০১৯ সালে সুপার লিগ জেতা ওয়েস্টার্ন স্টর্ম দলেরও একজন সদস্য ছিলেন তিনি।

একবার বিগব্যাশে সুযোগ পেয়ে মান্ধানা বলেন, “বিদেশী লিগে খেলা আপনাকে টি -টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতা দেয়। আপনি সারা বিশ্বের খেলোয়াড়দের সাথে সময় কাটাতে এবং তাদের কাছ থেকে শিখতে পারেন।” অন্যদিকে প্রথমবারেই সুযোগ পেয়ে খুশি দীপ্তি শর্মাও। এই অলরাউন্ডার জানান আগেও কয়েকবার তার কাছে সুযোগ এসেছিল এই লীগে খেলার। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকায় সে সময় খেলতে পারেননি তিনি। তবে এবার পাওয়ার সুযোগ সম্পূর্ণ কাজে লাগাতে চান দীপ্তি।

IMG 20210927 183111

ব্যাটের সাথে সাথে তার স্পিন বোলিংও যথেষ্ট কার্যকর হবে বিগ ব্যাশ লিগে। অন্যদিকে শেফালী এবং রাধা যাদবকে দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শকরা। জানিয়ে রাখি দীপ্তি শর্মা এবং স্মৃতি মান্ধানাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্ট এবং অধিনায়ক হেদার নাইটের জায়গায়।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর