‘যখন অনূর্ধ্ব ১৯ দলে খেলতিস, তখন তোর বাপ টেস্ট খেলতো’, কোহলিকে হুমকি দেন পাক বোলার, তারপর…..

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খেলার মাঠে ভারতীয় ও পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের চিত্র বরাবরই আকর্ষক হিসেবে উঠে এসেছে ক্রিকেটপ্রেমীদের কাছে। গৌতম গম্ভীর বনাম কামরান আকমল, হরভজন সিং বনাম শোয়েব আখতার, সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম ইউসুফ ইয়োহানা ইত্যাদি নানান রকম উত্তেজক দ্বন্দ্বের ছবি মাঝেমধ্যেই ধরা পড়তো মাঠে যেগুলি ক্রিকেট ভক্তরা রীতিমতো উপভোগ করতেন।

আমরা সকলেই জানি বিরাট কোহলি (Virat Kohli) একজন অত্যন্ত উত্তেজক চরিত্র খেলার মাঠে। তার দল যখন ফিল্ডিং করতে থাকে তখন অত্যন্ত আগ্রাসী মেজাজে দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪ শতরানের মালিককে। এবার তার যুবক বয়সের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একবার ঝামেলায় জড়ানোর কথা প্রকাশে এলো।

২০১৫ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বিরাট কোহলি শতরান করেছিলেন। একই সঙ্গে ওই ম্যাচে পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন সোহেল খান। কিন্তু পাকিস্তানের ব্যাটিং সেই ম্যাচে চূড়ান্ত হতাশ করেছিল। তাই বোলার হওয়া সত্বেও একসময় তাকে ব্যাট করতে নামতে হয় এবং তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তার বিরুদ্ধে স্লেজিং করতে যান বিরাট কোহলি।

সোহেল খান মাঠে আসার পর বিরাট তাকে বলেন, “তুমি সবে দলে এসেছো এবং অত্যন্ত বেশি কথা বলো।” সোহেল খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি এর জবাবে বিরাট কোহলিকে বলেন, “বাচ্চা, তুই যখন অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ক্রিকেট খেলছিস, তখন থেকেই তোর বাপ টেস্ট খেলছে, বুঝে শুনে কথা বল।” প্রসঙ্গত ২০০৬ সালে পাকিস্তানের হয়ে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন সোহেল কিন্তু জোটের জন্য তারপর দীর্ঘদিন পাকিস্তান দল থেকে ছিটকে গিয়েছিলেন।

virat sohail khan

এরপর আম্পায়ার এসে কোহলি এবং সোহেলকে শান্ত করেন। যদিও বিরাট কোহলির এই কথোপকথনে ম্যাচের ফলাফলের কোন পরিবর্তন হয়নি এবং পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে ওই ম্যাচ জিতেছিল ভারতীয় দল। যদিও মহেন্দ্র সিংহ ধ্বনির নেতৃত্বে সেবার ভারতীয় দল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর