সিনেমা বয়কটকারীরা ‘পাগল-ছাগল’! ‘মহানায়ক’ সোহম বললেন, ওরা এই ভাষারও যোগ‍্য নয়

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ছোঁয়া লেগেছে টলিউডেরও (Tollywood)। বয়কটের সুতোয় গেঁথে গিয়েছে দুই ইন্ডাস্ট্রি। হিন্দি বিনোদন জগতে বয়কট করা হয়েছে লাল সিং চাড্ডা এবং রক্ষা বন্ধন। আগামীতে তালিকায় রয়েছে আরো কিছু নাম। আর টলিউডে দর্শকদের একাংশের বাতিলের তালিকায় ধর্মযুদ্ধ (Dharmajuddha) এবং সদ‍্য মুক্তিপ্রাপ্ত বিসমিল্লা (Bismillah)।

দুই বাংলা ছবির বিরুদ্ধে কখনো অভিযোগ উঠছে, হিন্দু ধর্মাবেগে আঘাত করা হয়েছে। আবার কখনো অভিযোগ করা হচ্ছে, কোনো এক বিশেষ সম্প্রদায়কে গৌরবান্বিত করা হয়েছে। অতএব, ছবি বয়কটের ডাক সোশ‍্যাল মিডিয়ায়। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের পর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।

Soham
কিছুদিন আগেই ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন সোহম। আগামীতে মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘পাকা দেখা’। এর মধ‍্যেই টলিউডে বয়কটের ট্রেন্ড। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সোহমের আরেকটি ছবি ‘ধর্মযুদ্ধ’। রাজ চক্রবর্তী পরিচালিত সেই ছবির বিরুদ্ধে হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগ তুলে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একটা বড় অংশ।

এ বিষয়ে মুখ খুলেছিলেন রাজ চক্রবর্তী। বয়কট পোস্টের স্ক্রিনশট দিয়ে পালটা টুইটে আক্রমণ শানিয়েছিলেন তিনি, ‘ধর্মযুদ্ধ’-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল?’ তাঁর এই মন্তব‍্য নিয়েও সমালোচনা হয়েছিল।

এবার রাজের সুরেই সুর মেলালেন সোহম। সংবাদ মাধ‍্যমের কাছে তাঁর স্পষ্ট জবাব, রাজ অনেক ভাল ভাষায় বলেছেন‌। ওরা এই ভাষারও যোগ‍্য নয়। তিনি আরো বলেন, এসব মানুষের কথা বলারই যোগ‍্যতা নেই। এদের তিনি পাত্তা দেন না। বৃথা তর্কও করেন না। সোহমের মতে, অনেক সময়ে ইচ্ছা করেই এই ধরনের কাজ করানো হয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর