অন্তর্বাস পরে ক্লিভেজ দেখাবেন কেন? শোলাঙ্কিকে শাড়ি পরার পরামর্শ নেটনাগরিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় ট্রোল (Troll), সমালোচনা নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে গ্ল‍্যামার জগতের তারকাদের নিত‍্যদিনই ট্রোলের সঙ্গে ওঠাবসা। পর্দায় তাঁদের অভিনীত চরিত্রকে নিয়ে নিন্দা করা হোক বা ব‍্যক্তিগত জীবনে চরিত্র নিয়ে বিশ্লেষণ, বারেবারে নেটিজেনদের নিশানায় এসেছেন তারকারা। এমনকি তালিকায় রয়েছে শোলাঙ্কি রায়ের (Solanki Roy) মতো জনপ্রিয় মুখও।

ছোটপর্দায় এই মুহূর্তে ‘গাঁটছড়া’ সিরিয়ালে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি। খড়ি নামেই এখন বাংলা খ‍্যাত তিনি। তাঁর ও গৌরব চট্টোপাধ‍্যায়ের অনস্ক্রিন রসায়নে বুঁদ হয়ে রয়েছে বিভিন্ন বয়সের দর্শকরা। খড়ির প্রতিবাদী মানসিকতা দেখে মুগ্ধ সকলে। জনপ্রিয়তার চূড়ায় রয়েছেন শোলাঙ্কি।


আবার এই শোলাঙ্কিই সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন। কেন? পর্দায় অভিনীত চরিত্র থেকে বেরিয়ে বোল্ড লুকে ধরা দেওয়ার জন‍্য। সম্প্রতি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

আদ‍্যোপান্ত কালো পোশাকে বেশ সাহসী লুকে ধরা দিয়েছেন শোলাঙ্কি। কালো লেদার প‍্যান্ট, কাঁধের উপরে ফেলা জ‍্যাকেট, অন্তর্বাসের ফাঁকে স্পষ্ট বক্ষবিভাজিকা। ছবি দেখে চোখ কপালে নেটনাগরিকদের। কমেন্ট বক্সেই তা যথেষ্ট স্পষ্ট। বেশিরভাগেরই বক্তব‍্য, এমন পোশাকে শোলাঙ্কিকে মানায় না।


আসলে সিরিয়ালে বেশির ভাগ সময়েই শাড়ি ও চুড়িদারে দেখা যায় খড়িকে। পাশের বাড়ির মেয়ে থেকে বনেদি বাড়ির গৃহবধূ লুকে উত্তীর্ণ হয়েছে তাঁর চরিত্রটি। সাজও মানানসই। এহেন শোলাঙ্কিকে এমন সাহসী লুকে দেখলে অবাক তো হতেই হয়। অনেকেই বেশ ক্ষুন্ন হয়েছেন। তাদের দাবি, অভিনেত্রী হিসাবে শোলাঙ্কি খুবই ভাল। কিন্তু এই ধরনের খোলামেলা পোশাকে একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না তাঁকে।


অভিনেত্রীদের এমন মন্তব‍্য আগেও করা হয়েছে। অনেকে সপাটে জবাব দিয়েছেন পোশাক পরার স্বাধীনতা নিয়ে। তবে শোলাঙ্কি নীরবতাই বেছে নিয়েছেন। তাঁর হয়ে অবশ‍্য অনুরাগীরাই উত্তর দিয়েছেন। শোলাঙ্কি যে সব ধরনের পোশাকই সমান ভাবে ক‍্যারি করতে পারেন, এই ছবি দেখে সেটাই স্পষ্ট।

X