সতর্ক থাকুন এই চার রাশির জাতক-জাতিকারা, মারাত্মক প্রভাব পড়বে সূর্যগ্রহনের

বাংলাহান্ট ডেস্কঃ বিরল সূর্যগ্রহণের (solar eclipse) সাক্ষী হতে চলেছে বাংলা। ২১ জুন রবিবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে বিরল রিং অফ ফায়ার। জ্যোতিষীরা জানাচ্ছেন, এই সূর্যগ্রহণ চারটি রাশির ওপর মারাত্মক প্রভাব ফেলবে, জেনে নিন কি কি কুপ্রভাব প্রভাব ফেলবে

IMG 20200619 WA0080

বৃষঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের মেজাজ হারালে চলবে না। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা বর্তমান। সাহায্য পাবেন শ্বশুরালয় থেকেও।

মিথুনঃ মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি। সাবধানে চলা ফেরা করুন। প্রেম সম্পর্কে সমস্যা হতে পারে। হতে পারে স্বাস্থ্যের অবনতিও।

IMG 20200619 WA0083

তুলাঃ তুলা রাশির ক্ষেত্রে কর্মসংস্থানে সমস্যা হতে পারে। কাউকে ধার দিয়ে ঠকতেও হতে পারে

বৃশ্চিকঃ এই রাশির ক্ষেত্রে চাকরিতে সমস্যা আসবে। বেশ জটিল সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে

IMG 20200619 WA0079

পাশাপাশি, সঠিক সময়ে উপযুক্ত পদ্ধতি মেনে গ্রহণ না দেখলে বিরল দৃশ্যটি মিস করতে পারেন আপনি। জেনে নিন বাংলার কোন অঞ্চল থেকে ঠিক কোন সময়ে দেখা যাবে এই গ্রহণ

hYRMBQLwtCisZmuube5C57

• কলকাতা : সকাল ১০ টা ৪৬ মিনিট ৪ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৭ মিনিট
• মেদিনীপুর : সকাল ১০ টা ৪৩ মিনিট থেকে দুপুর ২ টো ১৪ মিনিট ৫ সেকেন্ড
• মুর্শিদাবাদ : সকাল ১০ টা ৪৭ মিনিট থেকে দুপুর ২ টো ১৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত।
• শিলিগুড়ি : সকাল ১০ টা ৪৭ মিনিট ৩ সেকেন্ড থেকে ২ টো ১৬ মিনিট ৭ সেকেন্ড
• মালদা : সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে ২ টো ১৭ মিনিট পর্যন্ত

IMG 20200619 WA0082
• রায়গঞ্জ : সকাল ১০ টা ৪৬ মিনিট থেকে দুপুর ২ টো ১৬ মিনিট পর্যন্ত চলবে।
• কোচবিহার : সকাল ১০ টা ৫০ মিনিট ৫ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৯ মিনিট ২ সেকেন্ড
• দার্জিলিং : সকাল ১০ টা ৪৭ মিন ২ সেকেন্ড থেকে দুপুর ২ টো ১৬ মিনিট ৩ সেকেন্ড

 


সম্পর্কিত খবর