বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল অর্থাৎ ২৯ শে মার্চ, শনিবার হতে চলেছে বছরের প্রথম সূর্য গ্রহণ (Solar Eclipse)। বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম সূর্য গ্রহণটি আংশিক গ্রহণ। বিশ্বের বেশ কিছু এলাকা থেকে সূর্য গ্রহণ দেখা গেলেও, ভারতবর্ষ (India) থেকে তা প্রত্যক্ষ করা যাবে না। যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ এসে পড়ে তখনই হয় সূর্য গ্রহণ।
আসন্ন সূর্য গ্রহণ (Solar Eclipse) সম্পর্কিত তথ্য
এই সময়ে চাঁদের অবস্থানের কারণে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়ে এসে পৌঁছায় পৃথিবীতে। তখন মাঝ আকাশে সূর্যকে দেখতে লাগে অনেকটা আধ খাওয়া ফলের মতো। এটিকেই ভূগোলের ভাষায় আংশিক সূর্য গ্রহণ (Solar Eclipse) বলা হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ২৯ মার্চ শনিবার ঘটতে চলেছে আংশিক সূর্য গ্রহণ।
আরও পড়ুন : গণধর্ষণ করা হয়নি! আরজি কর মামলায় হাইকোর্টে জানাল CBI! বড় নির্দেশ বিচারপতির
ভারতীয় সময় দুপুর ২.২০ মিনিটে শুরু হবে আংশিক সূর্য গ্রহণ। গ্রহণ চলবে বিকাল ৪.১৭ মিনিট পর্যন্ত। কিছুদিন আগেই দোলযাত্রার দিন অর্থাৎ ১৪ মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে বিশ্ব। এরপর ফের মার্চ মাসেই হতে চলেছে সূর্য গ্রহণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্য গ্রহণ হতে চলেছে আগামী ২১ সেপ্টেম্বর।
আরও পড়ুন : চিন-পাকিস্তান-বাংলাদেশের বাড়ল চিন্তা! পুতিনের ভারত সফরে কোন কোন বিষয় নিয়ে হবে আলোচনা?
জানা যাচ্ছে, বছরের প্রথম আংশিক সূর্য গ্রহণ সবচেয়ে ভালোভাবে প্রত্যক্ষ করা যাবে আমেরিকার উত্তর-পূর্ব অংশ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউ জার্সি এবং ভার্জিনিয়া থেকে স্পষ্টভাবে সূর্য গ্রহণ দেখা যাবে। তবে বছরের প্রথম আংশিক সূর্য গ্রহণের (Solar Eclipse) প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বঞ্চিতই থাকবেন ভারতবাসী। ভারত থেকে ২৯ মার্চের আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
সূর্যগ্রহণ খালি চোখে প্রত্যক্ষ করা উচিত নয় কখনওই। বিশেষজ্ঞরা বলে থাকেন, গ্রহণের সময়ে খালি চোখে সূর্যের দিকে তাকালে দৃষ্টিশক্তি হারানোর সম্ভবনা থেকে যায়। তবে যারা সূর্য গ্রহণ সরাসরি প্রত্যক্ষ করতে চান তারা ব্যবহার করতে পারেন ISO ১২৩১২২ আন্তর্জাতিক মানের বিশেষ চশমা। সৌর ফিল্টার যুক্ত চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।