বড় টুইস্ট, ‘মিঠাই’ থেকে ‘পিলু’তে চলে গেলেন এই গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (Mithai) সংক্রান্ত একের পর এক খবর চমকে দিচ্ছে ভক্তদের। বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মতোই টিআরপি তালিকা প্রকাশ‍্যে এসেছে। কিন্তু অদ্ভূত ভাবে এবার ‘গাঁটছড়া’, ‘ধুলোকণা’ দুই সিরিয়ালের কাছেই হেরে গিয়েছে মিঠাই রাণী। এবার শোনা গেল, মিঠাই থেকে এক জনপ্রিয় অভিনেতা এবার চলে যাচ্ছেন ‘পিলু’তে (Pilu)!

গত বছরের শুরুর দিকেই জি বাংলায় পথচলা শুরু করেছিল মিঠাই। প্রথম দিকে তেমন ভাবে নজর না কাড়লেও অচিরেই টিআরপি তালিকার সেরা স্থানটা দখল করে বসে মিঠাই রাণী। তারপর একটানা অনেক মাস ধরেই বাংলা সেরা থেকেছে এই সিরিয়াল।

Mithai 2
যদিও ২০২২ এর শুরুর দিক থেকে সময়টা একটু টালমাটাল যাচ্ছে মিঠাইয়ের। কখনো টিআরপির দৌড়ে পিছিয়ে পড়ছে, আবার কখনো বাংলা সেরার খেতাব ছিনিয়ে নিচ্ছে মিঠাই রাণী। সিরিয়ালের শুরু থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকটি চরিত্রে মুখ বদল হয়েছে। কিছুদিন আগেই সিডের পিসেমশাইয়ের চরিত্রে বদল হয়েছে অভিনেতা।

এবার শোনা যাচ্ছে, আরো এক জনপ্রিয় চরিত্রাভিনেতা নাকি মিঠাই থেকে যাচ্ছেন নতুন শুরু হওয়া সিরিয়াল ‘পিলু’তে। তিনি সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকার। মোদক পরিবারের আশ্রিত হলেও একেবারেই ঘরের ছেলের মতো সোম। প্রথমে খলনায়ক ধূসর চরিত্র হিসাবে দেখানো হয়েছিল সোমকে।

FB IMG 1650541409907
আশ্রিত হওয়ায় সিডের বাবার মনমতো কোনোদিন হয়ে উঠতে পারেনি সে। উপরন্তু পিসেমশাই আর পরবর্তীকালে স্ত্রী তোর্সার উসকানিতে মোদক পরিবারের ব‍্যবসা আর মিঠাইয়ের ক্ষতি পর্যন্ত করতে গিয়েছিল সোম। তারপর অবশ‍্য মিঠাই তার চোখ খুলে দেয়। প্রথম থেকেই দর্শকদের অত‍্যন্ত প্রিয় চরিত্র সোম। ধ্রুব খুব ভাল ভাবে ফুটিয়েও তুলছেন চরিত্রটি।

90287973

তবে এবার কানাঘুঁষো শোনা যাচ্ছে, ধ্রুব নাকি জি বাংলারই সিরিয়াল ‘পিলু’তে চলে যাচ্ছেন। এ বিষয়ে নিশ্চিত খবর পাওয়া না গেলেও মিঠাই দর্শকদের চিন্তার কোনো কারণ নেই। সোমের চরিত্রে মুখ বদল হচ্ছে না। মোদক পরিবারের ছেলে হয়েই থাকছেন ধ্রুব। সেই সঙ্গে পিলুতেও তাঁকে দেখা গেলে সেটা বরং সোনায় সোহাগাই হবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর