‘মন ফাগুন’ শেষ হলে শনেরই ভাল, ‘মাধবীলতা’ স্লট দখল করতেই ‘পিহুরাজ’কে বিদায় করার দাবি দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: পরপর তিন তিনটি নতুন সিরিয়াল (Serial) এনেছে স্টার জলসা। দুটোর টাইম স্লট দিয়ে শুরুও হয়ে গিয়েছে সিরিয়াল। বাকি ছিল একটি, ‘মাধবীলতা’ (Madhabilata)। সেটা নিয়েই চলছিল জল্পনা। শেষমেষ অপেক্ষা পর্বের অবসান ঘটিয়ে মাধবীলতার সম্প্রচারের সময় প্রকাশ্যে সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়ল ‘মন ফাগুন’ (Mon Fagun) এর ভবিষ্যৎ।

আশঙ্কা সত্যি করে রাত সাড়ে আটটার স্লটে ফেলা হল নতুন সিরিয়াল মাধবীলতাকে। এতদিন এই সময়েই দেখা যেত মন ফাগুন। কিন্তু টিআরপির দিক দিয়ে কিছুতেই জি বাংলাকে এঁটে উঠতে পারছিল না মন ফাগুন। একটানা স্লট লিডার হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই স্লট খোয়াতে হল ঋষি পিহুকে।

Mon fagun
মন ফাগুন শুরু থেকেই দর্শকদের সবথেকে প্রিয় সিরিয়াল গুলির মধ্যে একটি ছিল। কিন্তু যত সময় এগিয়েছে, ততই কমেছে ‘পিহুরাজ’ জুটির জনপ্রিয়তা। নতুন টুইস্টও খুব একটা কাজে আসেনি। এমন পরিস্থিতিতে মাধবীলতা স্লট দখল করতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে মন ফাগুনের ভবিষ্যৎ নিয়ে।

চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো না হলেও শোনা যাচ্ছে স্লট বদলে বিকেলে বা রাতের দিকে পাঠানো হবে মন ফাগুনকে। আর দর্শকরা কী বলছেন এ ব্যাপারে? মন ফাগুন নিয়ে দু ভাগে বিভক্ত দর্শকরা। একপক্ষ কান্নাকাটি, শাপশাপান্ত জুড়েছে, আর অন্যপক্ষের কটাক্ষ, মন ‘বেগুন’ বন্ধ হলেই ভাল।

Mon fagun troll 1
একজনের মতে, শন বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নয় মন ফাগুন। যতদিন এই সিরিয়াল চলবে ততদিন শনেরই ক্ষতি। অন্যদিকে পিহুরাজ ভক্তরা রীতিমতো শাসানি দিয়েছেন চ্যানেলকে, ‘মাধবীলতা কত টিআরপি তোলে দেখে নেব।’

Mon fagun troll 1 2Mon fagun troll 2
ঋষি পিহুর এক ফ্যানপেজের তরফে লেখা হয়েছে, ‘মন ফাগুনকে সরিয়ে মাধবীলতা আনলেন খুব ভালো কথা, মানছি ফাগুন স্লট পাচ্ছিলোনা কিন্তু ফাগুনকে ঐ জঘন্য সময় বিকেল ৫ টা / রাত ১১ টায় পাঠাবেন নয়তো শেষ করে দেবেন তাই তো?? অথচ ৪+ টিআরপি পাওয়া সিরিয়ালগুলোকে দিব্যি রাত ১০ টা, ১০:৩০ টার মত তুলনায় ভালো স্লটগুলোতে শিফট করে দিলেন যেখানে ফাগুন অন্তত এই সিরিয়ালগুলোর থেকে অনেকটা বেশী টিআরপি পায়! ফাগুনকে দয়া করে রাত ১০/১০:৩০ টার স্লটে দিন । মনে রাখবেন এই সিরিয়ালটাই কিন্তু আপনাদের দুঃসময়ের সঙ্গী ছিল’।


Niranjana Nag

সম্পর্কিত খবর