আজকে বড়সড় কিছু হতে পারে! অভিষেকের ইডি অফিসে হাজিরা নিয়ে সুকান্তের মন্তব্য জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : এই মুহুর্তে কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে জেরা চলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ঠিক এই সময়েই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumder)। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সুকান্ত বলেন, ‘দেখুন না! আজকেই বড় কিছু ঘটে যেতে পারে!’

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, সিপিএম-কংগ্রেস তো অভিযোগ বলছে দিল্লিতে সেটিং হয়ে গেছে! এই প্রশ্নের উত্তর সুকান্ত বলেন, ‘ওসব সেটিং-ফেটিং কিছু না। দিদিমণি দিল্লি থেকে ঘুরে আসার পরই তো তাঁর ভাই কেষ্টকে গ্রেফতার করেছে সিবিআই।’ এরপরেই সুকান্ত বলেন, “দেখুন না! আজকেই বড় কিছু ঘটে যেতে পারে!”

সুকান্ত এমন কথা প্রায় বলেন। কিন্তু আজকের সময়টা অনেকেই জুড়ে দেখতে চাইছেন। কয়েকদিন আগেও সুকান্ত বলেছিলেন, এরপর তৃণমূলের হাকিমকে ভিতরে ঢোকানো হবে। এর পরই প্রশ্ন ওঠে, কীভাবে বিজেপির রাজ্য সভাপতি আগে থেকে এসব বলছেন?

কয়লা পাচার মামলায় (Coal Scam) এই প্রথম কলকাতায় জেরার মুখে অভিষেক। এদিন সকাল পৌনে ১১টার সময় সিজিও কমপ্লেক্সে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখনও পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। অর্থাৎ প্রায় ৬ ঘণ্টা হতে চলল অভিষেককে জিজ্ঞাসাবাদ করছেন ইডি কর্তারা। এর আগেও দু’বার দিল্লিতে একবার আট ঘণ্টা ও ন’ঘণ্টা ধটে টানা জেরা করা হয় অভিষেককে। সুকান্তর এই মন্তব্য নিয়েও চর্চা। আশঙ্কার মেঘ জমছে তৃণমূলের ভিতরেও। ছাত্র-যুব নেতারা পরিচিত সাংবাদিকদের ফোন করে জানতে চাইছেন, শেষ খবর কী পাওয়া গেল?


Avatar
Sudipto

সম্পর্কিত খবর