বাবা দরিদ্র জেলে, তবুও কমেনি জেদ, আজ KKR-এর নেটে বোলিং করছেন বসিরহাটের তরুণ জিন্না

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের নেটে প্রতিভাবান নেট বোলারের কোনও তারকার নজরে পড়ে কোনও দলে প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। চলতি আইপিএলেও এমনটা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্য কোনও দল নয়, এবার কেকেআর শিবিরেই জন্ম নিতে পারেন এমন এক তারকা। বর্তমানে কেকেআরের নেটে বোলিং করা বসিরহাটের এই ক্রিকেটারের নাম জিন্না মন্ডল।

গ্রামের সাধারণ ছেলে জিন্নার বাবার নাম রফিকুল মন্ডল। তিনি মাছ ধরার পাশাপাশি কৃষিকাজ করে নিজের সংসার চালান। বর্তমানে জেলে ও কৃষকের ভূমিকা একসঙ্গে পালন করা রফিকুলের কালে আলো ঝলমলে ক্রিকেটের রাজপথ এক স্বপ্নের মতো। টিভিতে সচিন, সৌরভদের খেলতে দেখে মুগ্ধ হতেন। অনেক তার ছেলে এত বড় বড় তারকাদের সান্নিধ্যে রয়েছে, এই ব্যাপারটাই যেন তার কাছে অবাস্তবের মতো।

ছোটবেলা থেকে অভাবের মধ্যে মানুষ হওয়া জিন্না প্রথমে রাস্তায় পড়ে থাকা ডাব এবং পরে সস্তার টেনিস বলের দৌলতে ক্রিকেটের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটের দুই নম্বর ব্লকের বিবিপুর গ্রামে। তিনি বর্তমানে বেড়াচাঁপা শহীদুল্লাহ কলেজের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে তিনি খেলছেন দ্বিতীয় ডিভিশনে।

গ্রামে থাকাকালীন কোনওদিন যথার্থ কোচিংয়ের সংস্পর্শে আসেননি তিনি। কিন্তু অদম্য মনের জোর তাকে ক্রিকেটের ক্ষেত্রে থেমে থাকতে দেয়নি। টেনিস বলেই তার বোলিংয়ের নিখুঁত বিষয়বস্তুগুলি দেখে এক ক্রিকেটপ্রেমী তাকে সম্বরণ বন্দ্যোপাধ্যায় অ্যাকাডেমীতে ট্রায়ালের ব্যবস্থা করে দেন। এখানে তার প্রতিভা দেখে তাকে বিনা পয়সায় কোচিং করানোর জন্য রাজি হন কোচরা। কিন্তু তারপরেও তার পথের বাঁধা দূর হয়নি। বাড়ি থেকে কাকড়া মির্জানগর স্টেশন পৌঁছে ট্রেন ধরার জন্য সকাল তিনটেয় বেরিয়ে ১০ কিলোমিটারের সাইকেল চালাতে হচ্ছিল তাকে।

গোটা গ্রাম যখন ঘুমের কোলে থাকতো তখন জিন্না সাইকেল চালিয়ে নিজের প্যাশনের দিকে পা বাড়াতেন। তার উদ্যম দেখে স্থানীয় সমাজসেবী কাজী মাহমুদ হাসান সেখানে তাকে কলকাতায় থেকে প্র্যাক্টিস করার ব্যবস্থা করে দিয়েছে। তার প্রতিভা দেখে ২০১৯ সালেই কলকাতা নাইট রাইডার্স তাকে নেটে বোলিং করার সুযোগ করে দিয়েছে। করোনার আতঙ্ক কাটিয়ে আইপিএল স্বাভাবিক ভাবে আয়োজিত হচ্ছে এই বছর। আর জিন্নারও ফের ডাক পড়েছে। ছোটবেলা থেকেই প্রবল প্রতিকূলতার সম্মুখীন হয়েও নিজের জেদকে সম্বল করে ক্রিকেটের পথে এগিয়ে গিয়েছেন জিন্না। অশোক দিন্দা অনেকটা এইরকম ভাবেই বাংলার বোলিংয়ের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছিলেন এককালে। জিন্না কি পারবেন?

 

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর