বাংলাহান্ট ডেস্ক: প্রতিবার শারদীয়ার আগেই দেখা যায় নিম্নচাপের ভ্রুকুটি। কিন্তু কালো মেঘ সরে রোদ্দুর ঝলমলিয়ে উঠলেই মনটা এক নিমেষে খুশিতে ভরে যায়। পুজো পুজো ভাব চলে আসে তো? বাস্তবিকই আর কয়েকটা মাত্র দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসবের আগে। আর মাস খানেক মতো বাকি মহালয়ার (Mahalaya) জন্য। চ্যানেলে চ্যানেলে চলছে প্রস্তুতি। কালার্স বাংলা ইতিমধ্যেই ঘোষনা করেছে, এবার সেখানে দূর্গা হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার চর্চায় স্টার জলসা।
প্রথম সারির চ্যানেলগুলির মধ্যে অন্যতম জলসা। প্রতি বছর এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠান নিয়ে আগ্রহ থাকে দর্শকদের। সম্প্রতি শোনা গিয়েছে, জলসায় মহিষাসুরমর্দিনী কে হবেন তা নিয়ে রেষারেষি চলছে দুই জনপ্রিয় নায়িকার মধ্যে। সোনামণি (Sonamoni Saha) এবং সোলাঙ্কি (Solanki Roy)। মহালয়ার অনুষ্ঠানে কে হবেন মহিষাসুরমর্দিনী তা নিয়ে চলছে জল্পনা।
সাম্প্রতিক পাওয়া খবর বলছে, এবারে জলসার অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ‘মোহর’ অর্থাৎ সোনামণিকে। অথচ দেবী দূর্গা হিসাবে অনেকেই চাইছিলেন খড়ি অর্থাৎ সোলাঙ্কিকে। সোনামণি দূর্গা হবেন শুনে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ গাঁটছড়া তথা খড়ি ভক্তরা।
এ বিষয়ে স্বয়ং খড়ি অর্থাৎ সোলাঙ্কি কী বলছেন? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী স্পষ্টই বলেন, চ্যানেলের চরফে এখনো এ বিষয়ে কোনো ঘোষনাই হয়নি যে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে। তাই এ বিষয়ে এখন আলোচনা না করাই সমীচিন।
মহালয়ার আগেভাগেই বিভিন্ন চ্যানেলগুলিতে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যায়। ইতিমধ্যে কালার্স বাংলার তরফে প্রথম ঝলক সামনেও এসে গিয়েছে। এবারে ওই চ্যানেলে মহিষাসুরমর্দিনী হিসাবে প্রথম বার দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। জি এবং স্টারের তরফে এখনো ঘোষনা না হলেও শোনা যাচ্ছে, জি বাংলায় এবারে দেবী দূর্গার ভূমিকায় দেখা যাবে মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে।