‘একজনের মৃত‍্যুর জন‍্য অপরকে দোষারোপ করা ঠিক নয়’, স্বামী মহেশ ভাটের হয়ে সরব সোনি রাজদান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর যেসব তারকারা চর্চায় উঠে এসেছেন তাদের মধ‍্যে অন‍্যতম বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট (mahesh bhatt)। দীর্ঘদিনের বলিউড কেরিয়ারে বহুবার বহু বিতর্কের সম্মুখীন হয়েছেন পরিচালক। অন‍্য রকমের চিন্তাধারার জন‍্য পরিচিত মহেশ নিজের কিছু মন্তব‍্যের জন‍্য সমালোচনার মুখেও পড়েছেন বেশ কয়েকবার।
সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জন‍্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। এমনকি রিয়াকে পুলিসি জেরার পর জানা গিয়েছে পরিচালকই তাঁকে বলেছিলেন সুশান্তের থেকে নিজেকে সরিয়ে নিতে। প্রয়াত অভিনেত্রী পরভীন বাবির মতো সুশান্তও একদিন আত্মহত‍্যা করবে। মহেশ ভাটের এই বক্তব‍্যের পরেই তোলপাড় হয়েছে সোশ‍্যাল মিডিয়া। সুশান্তের আত্মহত‍্যা করার ভবিষ‍্যৎবানী তিনি আগেই কিভাবে দিলেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

এবার সোনি রাজদান এগিয়ে এলেন স্বামীর সমর্থনে। মহেশ ভাটের বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ মিথ‍্যে, এমনটাই দাবি করেছেন সোনি। তাঁর বক্তব‍্য, নেটিজেনরা কোনও রকম তথ‍্য প্রমাণ ছাড়াই দোষারোপ করছেন মহেশকে। এক ব‍্যক্তি টুইটারে সোনিকে উদ্দেশ‍ করে লিখেছেন, ‘আসল সমস‍্যা নিহিত রয়েছে নেপোটিজমে। আপনার তথাকথিত স্বামী এবং আপনার মেয়ের গডফাদার করন জোহর দুজনেই নেপোটিজমের ধ্বজাধারী।’


এতেই চটে গিয়েছেন সোনি রাজদান। ওই ব‍্যক্তিকে পাল্টা তোপ দেগে তিনি লিখেছেন, ‘আপনারা কিছুই জানেন না। আমার স্বামী নবাগতদের যত কাজ দিয়েছেন তা এই ইন্ডাস্ট্রির কেউ দেয়নি। এমন একটা সময় গিয়েছে যখন তিনি কোনও তারকার সঙ্গেই কাজ করেননি। তাঁকে দোষারোপ করা হয়েছিল যে তিনি তারকাদের সঙ্গে কাজ করেননা। আগে জেনে আসুন তারপর কথা বলুন।’

সোনি আরও লেখেন, মানসিক অবসাদই আসল‌। হলিউডের তাবড় শিল্পীও সফল কেরিয়ারের পর অবসাদে ভুগে আত্মহত‍্যা করেছেন। মানুষের মনের মধ‍্যে কি চলছে তা আমরা কেউই জানিনা। শুধু শুধু একজনের মৃত‍্যুর জন‍্য অন‍্যের বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক নয়।

 

সম্পর্কিত খবর

X