‘পহেলগাঁওতে যখন প্যান্ট খোলানো হয়েছিল…’, ফের বিষ্ফোরক সোনু! কন্নড়-কাণ্ড নিয়ে স্পষ্ট জবাব গায়কের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বেঙ্গালুরুর কনসার্টে পহেলগাঁও হামলা নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন সোনু নিগম (Sonu Nigam)। কনসার্টে কন্নড় ভাষায় গান গাইতে বলতেই মেজাজ হারান গায়ক। মঞ্চ থেকেই চিৎকার করে বলে ওঠেন, ‘এই ধরণের আচরণের জন্য পহেলগাঁও হামলা হয়েছে’। তাঁর মন্তব্য একাধারে যেমন বিতর্ক উসকে দিয়েছে, তেমনি আইনি ঝামেলাতেও জড়িয়েছেন সোনু (Sonu Nigam)। বেঙ্গালুরু থানায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। আর তারপরেই আবারও নিজের মন্তব্য নিয়ে সরব হয়েছেন বলিউড গায়ক।

বেঙ্গালুরুর মন্তব্য নিয়ে মুখ খুললেন সোনু (Sonu Nigam)

তিনি কী বলেছেন, কেন বলেছেন, কোন পরিস্থিতিতে বলেছেন সবটা খোলসা করতে গিয়ে একটি ভিডিও বার্তা দেন সোনু(Sonu Nigam)। কন্নড় ভাষা এবং মানুষদের তিনি ভালোবাসেন, এমনটাই দাবি করে সেদিনের ঘটনা সামনে আনেন সোনু (Sonu Nigam)। তিনি জানান, প্রথম গানটা যখন তিনি গাইছিলেন, চার পাঁচজন পড়ুয়া রীতিমতো হুমকি দিয়ে তাঁকে কন্নড় ভাষায় গাইতে বলছিল। শ্রোতাদের মধ্যে অনেকেই ছিলেন যারা তাদের চুপ করার কথা বলছিলেন।

Sonu nigam again opened up about pahalgam terror

পহেলগাঁও হামলার মন্তব্যের জবাব: এরপরেই ‘পহেলগাঁও হামলা’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেন সোনু। তিনি স্পষ্টই বলেন, “ওদের পাঁচজনকে এটা মনে করিয়ে দেওয়া এবং বলা খুব জরুরি ছিল যে, পহেলগাঁওতে যখন প্যান্ট খোলানো হয়েছিল, তখন ভাষা জিজ্ঞাসা করা হয়নি”। বরাবর স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত সোনুb(Sonu Nigam)। তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক হওয়াতে এবার এমন মন্তব্যের কারণটা সবার সামনে আনলেন তিনি।

আরো পড়ুন : ‘পার্টি আমি দাঁড় করিয়েছি, বাইরে থেকে এসে বড় বড় কথা!’ এবার বেজায় চটলেন দিলীপ, নিশানায় কে?

কন্নড় ভাষা নিয়ে বিতর্ক: সোনু আরো বলেন, কন্নড় ভাষাভাষীদের তিনি ভালোবাসেন। তাঁরা খুবই ভালো মানুষ। তাই তাদের সবাইকে এক গোত্রে ফেলা উচিত নয়। শুধু চার পাঁচজন তাঁর চোখে চোখ রেখে হুমকি দিয়েছিল। এমন মানুষ সর্বত্রই পাওয়া যায় বলে মন্তব্য করেন সোনু। কেউ ঘৃণা ছড়ালে তাকে তখনই আটকানো উচিত বলেও মনে করেন গায়ক।

আরও পড়ুন : ভরা কনসার্টে মেজাজ হারিয়ে কেলেঙ্কারি, পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অভিযোগ দায়ের সোনুর বিরুদ্ধে

প্রসঙ্গত, এর আগে গায়কের মন্তব্যকে ‘উসকানিমূলক এবং বিভেদ সৃষ্টিকারী’ বলে এফআইআর দায়ের করার দাবি তোলা হয়। বেঙ্গালুরু পুলিশের তরফেও অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলেই জানানো হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X