লাউডস্পিকারে আজানের বিরুদ্ধে মন্তব্য, গানের অনুষ্ঠানে হামলা সোনু নিগমের উপরে! হাসপাতালে গায়ক

বাংলাহান্ট ডেস্ক: সঙ্গীতানুষ্ঠানে গিয়ে ফের আক্রান্ত শিল্পী। এবার ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন সোনু নিগম (Sonu Nigam)। চেম্বুরের এক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ থেকে নেমে আসার সময়ে দুই ব্যক্তির সেলফি তোলার আবদার না মেটানোয় তাঁর উপরে হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছেন সোনুর দেহরক্ষী এবং এক বন্ধু। হাসপাতালে গিয়েছেন সোনু। পুলিসের সাহায্যও নিয়েছেন তিনি।

ঘটনাস্থল চেম্বুরের এক অনুষ্ঠান। কয়েকদিন যাবৎ চলতে থাকা ওই অনুষ্ঠানের শেষ দিন ছিল সোমবার। আর এদিনই গান গাইতে গিয়েছিলেন বলিউড গায়ক। অভিযোগ উঠেছে, সোনু যখন পারফরম্যান্স শেষ করে মঞ্চ থেকে নেমে আসছেন তখনি তাঁর পথ আটকায় দুজন ব্যক্তি। সেলফি তোলার আবদার করেন তাঁরা।

Sonu Nigam Instagram Image

কিন্তু সোনু প্রথমটা পাত্তা দেননি। তখনি ওই দুই ব্যক্তি তাঁর উপরে চড়াও হন। সোনুকে রক্ষা করতে ছুটে আসেন তাঁর দেহরক্ষী। কিন্তু তাঁকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হয়। এরপর গায়কের বন্ধু রব্বানি খান এগিয়ে এলে তাঁর উপরেও চড়াও হয় আক্রমণকারীরা। তাঁকেও ফেলে দেওয়া হয় নীচে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে সে সময়কার উত্তপ্ত পরিস্থিতির আঁচ পাওয়া গিয়েছে। একটি টুইটে দাবি করা হয়েছে, উদ্ধব ঠাকরের দলের বিধায়ক প্রকাশ ফাটারপেকর এবং তাঁর গুণ্ডাবাহিনী হামলা চালায় সোনু ও তাঁর সঙ্গীসাথীদের উপরে।

জানা যাচ্ছে, ওই ঘটনার পর নিজের দেহরক্ষী এবং বন্ধুকে নিয়ে হাসপাতালে গিয়েছেন সোনু। তবে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, চোট কারোরই খুব গুরুতর নয়। হামলা হওয়ার কথা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন গায়ক। অভিযোগ উঠছে, লাউডস্পিকারে আজান দেওয়ার বিরুদ্ধে বলায় এই হামলা হয়েছে তাঁর উপরে। তবে এ বিষয়ে সোনু এখনো কোনো মন্তব্য করেননি। চেম্বুর থানায় পৌঁছেছেন তিনি। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর।


Niranjana Nag

সম্পর্কিত খবর