জন্মদিন উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের জন‍্য ৩ লক্ষ কর্মসংস্থানের ঘোষনা সোনু সূদের

বাংলাহান্ট ডেস্ক: ৩০ জুলাই, অভিনেতা সোনু সূদের (sonu sood) জন্মদিন। আর এই বিশেষ দিন উপলক্ষেই পরিযায়ী শ্রমিকদের জন‍্য একটি বিশেষ উদ‍্যোগের ঘোষনা করলেন তিনি। লকডাউনে যেসব শ্রমিকরা কাজ হারিয়েছেন তাদের জন‍্য এবার ৩ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষনা করলেন সোনু।
নিজের জন্মদিন উপলক্ষে এই বিশেষ উদ‍্যোগের কথা সোশ‍্যাল মিডিয়ায় জানান সোনু সূদ। তিনি লেখেন, ‘আমার জন্মদিন উপলক্ষে একটি ছোট উদ‍্যোগ। প্রবাসী রোজগার ডট কম থেকে ৩ লক্ষ চাকরির সুযোগ। এই চাকরিগুলিতে ভাল বেতন, পিএফ, ইএসআই ও অন‍্যান‍্য সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। AEPC, CITI, Trident, Amazon, Quesscorp, Sodex, Urban Co, Portea ও অন‍্যান‍্য কোম্পানিকে ধন‍্যবাদ এই প্রচেষ্টায় সাহায‍্য করার জন‍্য।’
এর আগেই পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের কথা ঘোষনা করেছিলেন সোনু। দীর্ঘ লকডাউনে যারা কাজ হারিয়ে ফেলেছেন বিশেষত তাদের জন‍্যই এই উদ‍্যোগ নিয়েছেন অভিনেতা। এর জন‍্যই প্রবাসী রোজগার ডট কম অ্যাপটি বানানো হয়েছে।

images 1590222592597 Sonu Sood site

জানা গিয়েছে সারা দেশের স্বেচ্ছাসেবী সংগঠন, স্টার্ট আপ, সরকারি সংস্থা সহ ৫০০ টি কোম্পানি হাত মিলিয়েছে সোনুর এই অ্যাপের সঙ্গে। তবে এখনও বিষয়টা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শ্রমিকদের কাজের দক্ষতা বিচার করে সেই অনুযায়ী চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন সোনু। এর জন‍্য একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CDQPeY-AJI1/?igshid=rup5dq715z9k

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের কৃষকের দুরবস্থা দেখে ট্রাক্টর দিয়ে সাহায‍্য ক‍রার পর এবার বিহারের বন‍্যায় ক্ষতিগ্রস্ত এক পরিবারের সহায়তা করার সঙ্কল্প করেছেন সোনু সূদ। বন‍্যায় নিজের ছেলে ও জীবিকার জন‍্য দরকারি দুটি বলদ হারিয়ে ফেলায় ভেঙে পড়েছেন এক কৃষক। তাঁর দিকেই এবার সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু।
ওই কৃষকের জন‍্য সাহায‍্য চেয়ে টুইট করেন এক মহিলা। তিনি লেখেন, ‘জানা গিয়েছে এটি একটি সত‍্যি ঘটনা। বন‍্যায় নিজের ছেলে ও জীবিকা চালানোর জন‍্য প্রয়োজনীয় দুটি বলদ হারিয়ে ফেলেছে ভোলা। আমরা ঠিক করেছি তাকে একটি গরু দান করব যাতে গরুর দুধ বিক্রি করে উপার্জন করা যায়।’
টুইটটি চোখে পড়তেই উত্তর দিয়েছেন সোনু। এই মর্মান্তিক ঘটনার জন‍্য দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, ‘আজ সন্ধ‍্যার মধ‍্যে তাদের বাড়িতে বলদ পৌঁছে যাবে যাতে জীবিকার কোনও ক্ষতি না হয়। আমাদের কৃষকদের রক্ষা করা উচিত।’


Niranjana Nag

সম্পর্কিত খবর