বাংলাহান্ট ডেস্ক: সোনু সূদে (sonu sood) মজে গোটা দেশ। করোনা কালে নিজের বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে দরিদ্র মানুষের সাহায্যে পথে নেমেছিলেন সিনেমার ‘ভিলেন’। অবশ্য এখন সে তকমা এখন ভুলেই গিয়েছে সকলে। বরং সোনু এখন ‘গরিবের মসিহা’। এমনকি কয়েকজনের মতে, রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে সোনু বরং বেশি ভরসাযোগ্য। আর তা মহামারির সময়েই প্রমাণ হয়ে গিয়েছে।
আর এখন তো দেশের বাইরেও ধ্বনিত হচ্ছে সোনুর জয়জয়কার। করোনা কালে অন্য দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা। এবার ফের দেশের নাম উজ্জ্বল করার দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন সোনু। আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলা স্পেশ্যাল অলিম্পিকসে ভারতের মুখ হলেন তিনি।
২০২২ রাশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে স্পেশ্যাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস (special Olympics world winter games)। বিশেষ ভাবে সক্ষম মানুষরা প্রতিদ্বন্দ্বিতা করবে এই অলিম্পিকে। সেই ১৯৬৮ সাল থেকে প্রতি দু বছর অন্তর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এবার স্পেশ্যাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস ২০২২ এ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সোনু।
এই সুখবর পেয়ে আপ্লুত অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে সোনু লিখেছেন, ‘রাশিয়ায় আয়োজিত স্পেশ্যাল অলিম্পিকসে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়ে সত্যিই খুব গর্বিত লাগছে আজ। আমি নিশ্চিত আমাদের চ্যাম্পিয়নরা আমাদের মুখ উজ্জ্বল করবে। তাদের শুমকামনা জানাই। জয় হিন্দ’।
এদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সোনু বলেন, “বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করার ও নিজের প্রতিভাকে প্রমাণ করার এর থেকে ভাল সুযোগ আর হয় না। আশা করি আমাদের দেশের খেলোয়াররা এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবে।” খেলোয়ারদের শুভকামনাও জানিয়েছেন সোনু।
https://www.instagram.com/p/CSDzOynqUgM/?utm_medium=copy_link
প্রসঙ্গত, গত ৩০ জুলাই ছিল সোনুর জন্মদিন। তাঁর বাসভবনের বাইরে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সকলেই একবার দেখতে চান সোনুকে, তাঁর এই বিশেষ দিনটা বড় করে পালন করতে চান। কাউকে ফেরাননি সোনু। নিজের জন্মদিনে বাড়ির বাইরে বেরিয়ে উপস্থিত মানুষের ভিড়ে মিশে যান তিনি। তাঁদেরই আনা কেক কেটে জন্মদিন পালন করেন সোনু।
এক ব্যক্তি বিশেষ উপহারও এনেছিলেন অভিনেতার জন্য। নিজের জিভ দিয়ে রঙ করে সোনুর প্রতিচ্ছবি তুলে ধরেন তিনি ক্যানভাসে। এত ভালবাসা পেয়ে কার্যতই আপ্লুত সোনু। জন্মদিনের ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে