বাংলাহান্ট ডেস্ক: সম্মুখ সমরে বলিউড আর দক্ষিণ ইন্ডাস্ট্রি। হিন্দি রাষ্ট্রভাষা নাকি না তা নিয়ে টুইট যুদ্ধে নামেন অজয় দেবগণ (Ajay Devgan) ও কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)। কন্নড় অভিনেতা সম্প্রতি মন্তব্য করেন, হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। শুধু তাই নয়, তিনি আরো বলেন বলিউড দক্ষিণী ছবিগুলির রিমেক বানিয়েও সুবিধা করতে পারছে না।
এরপরেই ফুঁসে ওঠেন অজয়। বেশ কিছুক্ষণ কটাক্ষ পালটা কটাক্ষ চলে দুজনের টুইটারে। হিন্দিতে অজয় লেখেন, ‘আপনার কথা অনুযায়ী হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয় তাহলে আপনি নিজের মাতৃভাষায় তৈরি ছবিগুলিকে হিন্দিতে ডাবিং করে কেন রিলিজ করেন? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর চিরদিন থাকবে। জন গণ মন।’
পালটা কিচ্চা সুদীপ দাবি করেন, অজয় ভুল বুঝেছেন তাঁর কথাটা। তিনি যে বিষয় নিয়ে মন্তব্য করেছেন সেটা সম্পূর্ণ আলাদা। গোটা বিষয়টা না জেনেশুনেই মন্তব্য করাটা অজয়ের ঠিক হয়নি বলেও মন্তব্য করেন কিচ্চা সুদীপ। উপরন্তু তিনি আরো লেখেন, অজয় হিন্দিতে যে টুইটটি লিখেছেন সেটা তিনি খুব ভালোই বুঝেছেন। কিন্তু তিনি যদি কন্নড় ভাষায় উত্তর দিতেন তাহলে কী হত? অথচ দুটোই তো ভারতীয় ভাষা।
এই বিতর্কের মাঝেই মুখ খুলেছেন অভিনেতা সোনু সূদ (Sonu Sood)। তাঁর কথায়, “শুধুমাত্র হিন্দিকেই ভারতের রাষ্ট্রভাষা বলা যায় না। ভারতের শুধু একটাই ভাষা আছে। সেটা হল বিনোদন। আপনি কোন ইন্ডাস্ট্রির তাতে কিছুই যায় আসে না। আপনি মানুষকে বিনোদন দিতে পারলে তারাও আপনাকে ভালবাসা, সম্মান দেবে। শুধুমাত্র ভাল সিনেমাগুলোই মানুষ গ্রহণ করে।”
পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিগুলিরও প্রশংসা করেছেন সোনু। সাম্প্রতিক কালে পরপর সব ছবি ব্লকবাস্টার হিট হয়েছে। আর আর আর, কেজিএফ চ্যাপ্টার ২ এর মতো ছবির প্রশংসা করে সোনু বলেন, ভবিষ্যতে হিন্দি ছবির ধরনধারনও বদলে যাবে।